আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালার লাইগা রে
আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে ।।
মন রে….
ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চাঁনরে,জনম বাঁকা চাঁন। (২)
(হায়রে)তার চাইতে অধিক বাঁকা
আমি যারে দিছি প্রাণরে,
দুরন্ত পরবাসে।।
মন রে…..
আরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে,বাঁকা গাঙের পানি । (২)
(আরে)সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে,
দুরন্ত পরবাসে।।
মন রে…..
ওরে হাড় হইল জড় জড়
অন্তর হইল গুড়া রে,অন্তর হইল গুড়া ।
পিরিতি ভাঙ্গিয়া গেলে,
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে।।
গানঃ আমার হাড় কালা করলাম
ধরণঃ পল্লীগীতি
শিল্পীঃ রথীন্দ্রনাথ রায়
গীতিকারঃ পল্লীকবি জসীম উদ্দিন
সুরকার: আব্বাস উদ্দিন আহমদ
Song Name : Amar Har Kala Korlam Re
Type: Rural Song (Folk)
Singer : Rathindranath Roy
Lyrics : Polli kobi jasim uddin
Tune : Abbas Uddin Ahmed
আমার হাড় কালা করলাম রে
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1