The journey of a thousand miles begins with one step.

— Lao Tzu

আমার মনটা টানে

আমার মনটা টানে
Amar Monta Tane
ছায়াছবি: বনপলাশীর পদাবলী (১৯৭২)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও শিল্পী: শ্যামল মিত্র
আমার মনটা টানে
আমার মনটা টানে ঘরের পানে
কোথায় আমার ঘর
যদি মন ঘরামি বাঁধেই সে ঘর
আশার খুঁটি দিয়া,
হায় রে ভাগ্য যে হয় ঝড়
আমার ভাগ্য যে হয় ঝড়
আমার মনটা টানে।
[মাথার ‘পরে উধাও আকাশ
মাটি পায়ের নীচে,
এদের ছেড়ে হায় রে কোথায়
ঘর খুঁজি ভাই মিছে]-২
আপন যারে ভাবি ওরে
সেই তো দেখি পর
আমার মন ঘরামি বাঁধেই সে ঘর
আশার খুঁটি দিয়া
[আমার মনটা টানে]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply