To be yourself in a world that is constantly trying to make you something else is the greatest accomplishment.

— Ralph Waldo Emerson

আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়

আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়।।
কদম ডালে বইসারে বন্ধু রঙ্গে ঢঙ্গে আগা
শিশুকালে প্রেম শিখাইয়া যৌবনকালে দাগা।।
তমাল ডালে বইসারে বন্ধু বাজাও রঙ্গের বাঁশি।
সুর শুনিয়া রাধার মন হইলো উদাসি।।
ভাইবে রাধার রমণ বলে মনের কথা কয়
কৃষ্ণ প্রেমে রাধার মত প্রেমানলে দয়।।

====================

বিকৃত ভার্সন : –

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।

কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।

তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।

ভাইবে রাধা রমণ বলে
মনেতে ভাবিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিল জ্বালাইয়া রে।।

——————–
গীতিকারঃ রাধা রমন

amar bondhu doyamoy tomare dekhibar mone loy lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply