আমার প্রভাত মধুর হলো
Amar Prabhat Madhur Holo
ছায়াছবি: মায়ার সংসার (১৯৬২)
কথা: প্রণব রায়
সুর: রবীন চট্টোপাধ্যায়
কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়
[আমার প্রভাত মধুর হলো
তোমারই নাম গানে]-২
সকল কলুষ যাক না মুছে
আলোর ধারা স্নানে
তোমারই নাম গানে।
[হৃদয় আমার গন্ধ ফুলের মত
যেন সবারে প্রেম বিলায় অবিরত]-২
[সুন্দর হোক এ দিন আমার]-২
রাতের অবসানে
তোমারই নাম গানে।
[নীল আকাশে নির্মলতায়
ভরুক আমার প্রাণ]-২
জীবন করুক ক্ষমায় উদার
সত্যে সুমহান
চলার পথে ক্লান্তি যদি আসে
যেন ভুলিনা গো তুমি আছো পাশে
[চলতে শেখায় দুঃখ ব্যথা]-২
জয়ের অভিযানে
তোমারই নাম গানে
আমার প্রভাত মধুর হলো
তোমারই নাম গানে।
What’s your Reaction?
+1
2
+1
1
+1
+1
+1
+1
+1