গীতিকার : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: মান্না দে
🎤 মান্না দে
আমার না যদি থাকে সুর
তোমার আছে তুমি তা দেবে
তোমার গন্ধহারা ফুল
আমার কাছে সুরভি নেবে
এরই নাম প্রেম
জীবনে যা গৌরব হয়
মরণেও নেই পরাজয়
জীবনে যা গৌরব হয়
মরণেও নেই পরাজয়
চোখের স্মৃতির মণিদীপ
মনের আলোয় কভু কি নেভে
এরই নাম প্রেম
এরই নাম প্রেম
এরই নাম প্রেম
এরই নাম প্রেম
দুজনেই দুজনাতে মুগ্ধ
দুজনার রূপে কত সুন্দর
দুজনার গীতালীর ছন্দে
তন্ময় দুজনার অন্তর
এর কাছে স্বর্গ-সুধার
বেশী আছে মূল্য কি আর
এর কাছে স্বর্গ-সুধার
বেশী আছে মূল্য কি আর
আমার দেবতা সেও তাই
প্রেমের কাঙাল পেয়েছি ভেবে
এরই নাম প্রেম
এরই নাম প্রেম
এরই নাম প্রেম
এরই নাম প্রেম
Amar Na Jodi Thake Sur lyrics
ARTIST
Manna Dey,
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.