গীতিকার : শ্যামল গুপ্ত
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
🎤 সতীনাথ মুখোপাধ্যায়
—————————
আমার এই গানে
স্বপ্ন যদি আনে
আঁখি পল্লব ছায়..
স্বপ্ন দেখে যাবো..
ছন্দ ভরা রাতে…
তুমি আমি দুজনায়…
আমার এই গানে…
স্বপ্ন যদি আনে..
আঁখি পল্লব ছায়..
এই গান তোমার আমার..
এই সুর অনেক আশার…
দক্ষিনায় শিহর লাগায়..
মনে মনে তোমায় আমায়
এই গান তোমার আমার..
এই সুর অনেক আশার..
দক্ষিনায় শিহর লাগায়..
মনে মনে তোমায় আমায়
আমার এই গানে…
স্বপ্ন যদি আনে..
আঁখি পল্লব ছায়..
স্বপ্ন দেখে যাবো
ছন্দ ভরা রাতে…
তুমি আমি দুজনায়…
স্তব্ধ আকাশ ও পারে
এ হৃদয় চলে ভেসে
বল সে খোঁজে গো
কারে অচেনা সে কোন দেশে
দুর নয় আলোর দুয়ার…
শেষ হয় রাতের আঁধার..
আলোকের পরশ জাগায়..
বনে বনে নতুন পাতায়..
আমার এই গানেস্বপ্ন যদি আনে..
আঁখি পল্লব ছায়..স্বপ্ন দেখে যাবো
ছন্দ ভরা রাতে..তুমি আমি দুজনায়..
Music
SONG
Amar E Gaane Swapna
ARTIST
Satinath Mukherjee
ALBUM