You will face many defeats in life, but never let yourself be defeated

— Maya Angelou

আমার আমির ব্যাখা

কাব্যগ্রন্থঅবান্তরনীলা
শাওন মল্লিক

নীলা …!
আমি চলে যাব….
কোথাও অন্তরালে
তোমার মধ্যে…
আমার আমির স্বার্থহীনতার অন্তরালে
আমি মানুষ টার সব বিষাক্ত
তুমি আমার আমিকে. …
তোমার অন্তরালে নিও না…
ওখানে জ্বলন্ত অগ্নিশিখা….
আচমকা!আচমকা!
অগ্নুৎ্পাতের উৎপত্তি…
আচ্ছা আমার সুখগুলো কি নিতে পারবে?
নাকি ওখানেও কষ্টের রেশ লেগে আছে?
জীবদ্দশায় আমায় একটা জিনিস শিখেছি নীলা!
তুমি আমায় ছাড়া ভালো থাকতে পারো না!
আবার তুমি সবসময় ভালো থাকো এটাই যেনো আমার ইচ্ছে!
এরমধ্যে কোনটা আমি এটা বুঝি না!
হয়তো দুটোই আমি..!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply