আমার অন্তরায় আমার কলিজায়














































































The future belongs to those who believe in the beauty of their dreams.

— Eleanor Roosevelt

আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায় আমার কলিজায়
প্রেমশেল বিঁধিল, বুক ছেদে পিঠ পার হইল গো।।

মারিয়া ভুজঙ্গ তীর, কলিজা করিল চৌচির
কেমনে শিকারি তীর মারিল গো
বিষ মাখাইয়া তীরের মুখে, মারিল তীর আমার বুকে
দেহ থইয়া প্রাণটি লইয়া গেল গো।।

নতুন ও যৌবনের বেলা, আমারে পাইয়া অবলা
প্রেম শিখাইয়া কেন ছেড়ে গেল গোচ
জ্বালাইল প্রেমও আগুন জ্বল দিলে বাড়ে দ্বিগুণ
সখি তোরা আমার উপায় বলো গো।।

ইট কমলায় ইট বানাইয়া, এক জায়গায় ভাটা সাজাইয়া
ভিতরে আগুন জ্বালাইয়া দিল গো
গোপনে জ্বলিয়া সারা, মাটি হইয়া যায় আঙ্গারা
এ দুর্বিন শার তেমনি দশা হলো গো।।

amar ontoray amar kolijay lyrics গানের কথা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply