আবার দেখা হলে

আবার দেখা হলে
পুরোনো গান পুরোনো কবিতা
ফিরিয়ে দেবো
শুধু পুরোনো চিঠি চেয়োনা
ভিজে গেছে সব চোখের জলে

আবার যদি দেখা হয়
করো অচেনা হওয়ার অভিনয়
ভুল হলে ভুল বুঝোনা
পুরোনো চোখে তাকালে

হালকা আলোয় ভেজা ঘর
বিভোর ভাবনার নেশায়
সে সময় গেছে হারিয়ে
সময়ের অতৈ নীলে

abar dekha hole lyrics

What’s your Reaction?
+1
51
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
3

Leave a Reply