মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

— কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম

আজ প্রথম বৃষ্টি হবে ঝম ঝমাঝম

আজ প্রথম বৃষ্টি হবে ঝম ঝমাঝম
Aaj Na Chhodunga Tujhe
आज न छोडूंगा तुझे
আজ না ছোড়ুঙ্গা তুঝে
ফিল্ম: দিল (হিন্দী)
ছায়াছবি: আমার ঘর আমার বেহেস্ত
শিল্পী: উদিত নারায়ণ,অনুরাধা পড়োয়াল
[আজ প্রথম বৃষ্টি হবে ঝম ঝমাঝম
প্রেমের শুভদৃষ্টি হবে ঝম ঝমাঝম]-২
[মনটা যে তুফান ভরা ঝম ঝমাঝম
নাচগানে প্রাণভরা ঝম ঝমাঝম]-২
আজ প্রথম বৃষ্টি হবে ঝম ঝমাঝম
প্রেমের শুভদৃষ্টি হবে ঝম ঝমাঝম
[মনটা যে তুফান ভরা ঝম ঝমাঝম
নাচগানে প্রাণভরা ঝম ঝমাঝম]-২
[ট্যাঁকের পরা রূপ দেখিয়ে ধরাসনি জ্বালা
প্রেমের ছোঁয়া দিয়ে শুধু মনটা দোলা]-২
নাচ আমার সঙ্গে শুধু ছম ছমাছম
আজ এমন রঙে শুধু ছম ছমাছম
[মনটা যে তুফান ভরা ছম ছমাছম
নাচগানে প্রাণভরা ছম ছমাছম]-২
[বিজলীতে যে ঝিলিক থাকে যায়না ঢাকা,
যৌবনে মন সঙ্গী যে চায় রয়না একা]-২
চাই হতে মন-ময়ূরী ছম ছমাছম
ফোটে যেমন ফুলের কুঁড়ি ছম ছমাছম
[মনটা যে তুফান ভরা ছম ছমাছম
নাচগানে প্রাণভরা ছম ছমাছম]-২
[চোখের কাছে এলেই জানি মনের বাসা হয়
ভালবাসার কোনো ভাষায় চোখের নেশা নয়]-২
আজ ফুলের গন্ধ নিয়ে ছম ছমাছম
ফাগুন হাওয়ার ছন্দ নিয়ে ছম ছমাছম
[মনটা যে তুফান ভরা ছম ছমাছম
নাচগানে প্রাণভরা ছম ছমাছম]-২
[চলতে ফিরতে মনে মনে হয় যখনি মিল
বৃষ্টিঝরা আকাশটা সে দেখায় শুধু নীল]-২
শিমুল,পারুল,চম্পা দোলে ছম ছমাছম
তালে তালে নাচের বনে ছম ছমাছম
[মনটা যে তুফান ভরা ছম ছমাছম
নাচগানে প্রাণভরা ছম ছমাছম]-২
ছম ছমাছম ছম ছমাছম ছম ছমাছম
ছম ছমাছম ছম ছমাছম ছম ছমাছম
ছম ছমাছম ছম ছমাছম ছম ছমাছম
ছম ছমাছম ছম ছমাছম ছম ছমাছম।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply