আজ প্রথম বৃষ্টি হবে ঝম ঝমাঝম
Aaj Na Chhodunga Tujhe
आज न छोडूंगा तुझे
আজ না ছোড়ুঙ্গা তুঝে
ফিল্ম: দিল (হিন্দী)
ছায়াছবি: আমার ঘর আমার বেহেস্ত
শিল্পী: উদিত নারায়ণ,অনুরাধা পড়োয়াল
[আজ প্রথম বৃষ্টি হবে ঝম ঝমাঝম
প্রেমের শুভদৃষ্টি হবে ঝম ঝমাঝম]-২
[মনটা যে তুফান ভরা ঝম ঝমাঝম
নাচগানে প্রাণভরা ঝম ঝমাঝম]-২
আজ প্রথম বৃষ্টি হবে ঝম ঝমাঝম
প্রেমের শুভদৃষ্টি হবে ঝম ঝমাঝম
[মনটা যে তুফান ভরা ঝম ঝমাঝম
নাচগানে প্রাণভরা ঝম ঝমাঝম]-২
[ট্যাঁকের পরা রূপ দেখিয়ে ধরাসনি জ্বালা
প্রেমের ছোঁয়া দিয়ে শুধু মনটা দোলা]-২
নাচ আমার সঙ্গে শুধু ছম ছমাছম
আজ এমন রঙে শুধু ছম ছমাছম
[মনটা যে তুফান ভরা ছম ছমাছম
নাচগানে প্রাণভরা ছম ছমাছম]-২
[বিজলীতে যে ঝিলিক থাকে যায়না ঢাকা,
যৌবনে মন সঙ্গী যে চায় রয়না একা]-২
চাই হতে মন-ময়ূরী ছম ছমাছম
ফোটে যেমন ফুলের কুঁড়ি ছম ছমাছম
[মনটা যে তুফান ভরা ছম ছমাছম
নাচগানে প্রাণভরা ছম ছমাছম]-২
[চোখের কাছে এলেই জানি মনের বাসা হয়
ভালবাসার কোনো ভাষায় চোখের নেশা নয়]-২
আজ ফুলের গন্ধ নিয়ে ছম ছমাছম
ফাগুন হাওয়ার ছন্দ নিয়ে ছম ছমাছম
[মনটা যে তুফান ভরা ছম ছমাছম
নাচগানে প্রাণভরা ছম ছমাছম]-২
[চলতে ফিরতে মনে মনে হয় যখনি মিল
বৃষ্টিঝরা আকাশটা সে দেখায় শুধু নীল]-২
শিমুল,পারুল,চম্পা দোলে ছম ছমাছম
তালে তালে নাচের বনে ছম ছমাছম
[মনটা যে তুফান ভরা ছম ছমাছম
নাচগানে প্রাণভরা ছম ছমাছম]-২
ছম ছমাছম ছম ছমাছম ছম ছমাছম
ছম ছমাছম ছম ছমাছম ছম ছমাছম
ছম ছমাছম ছম ছমাছম ছম ছমাছম
ছম ছমাছম ছম ছমাছম ছম ছমাছম।
আজ প্রথম বৃষ্টি হবে ঝম ঝমাঝম
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.