You must be the change you wish to see in the world.

— Mahatma Gandhi

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।
ক’দিন আগে এমন হলে
ক’টা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস
লিখে দিত তোমার নাম
শুধু আমি নয় ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেতো
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।
জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে এবার
এ ও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখী তুমি হয়েছো কত
বলো ভালো আছো তো… বলো ভালো আছো তো ।।
————ইন্দ্রানী সেন

aaj abar sei pothe dekha hoye gelo lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply