আজি গানের তালে হৃদয় দোলে

	
	

























































			
			











You, yourself, as much as anybody in the entire universe, deserve your love and affection.

— Buddha

আজি গানের তালে হৃদয় দোলে

সুজন আমার ঘরে তবু আইলো না

আজি গানের তালে হৃদয় দোলে
মিঠে বাতাস যায়রে বয়ে
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসি মন দোলে

ওলো,সুজন আমার ঘরে তবু আইলো না
পোড়া মনের জ্বলন কেন বুঝল না

কোকিলা তার কুহু কুহু
কার লাগি গো বাজে
কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে

ওই দূরে কোথায় রাখাল বাঁশী
পাগল হাওয়ায় ভাসে

ওলো,সুজন আমার ঘরে তবু আইলো না
পোড়া মনের জ্বলন তবু বুঝল না।

নাক সেজেছে নাক ছাবিতে
কান সেজেছে দুলে
কালো কপালে কুম কুম
আর খোপার বাধন চুলে

পশ্চিম কোণে সূর্যি ডোবে
আন্ধারে মন কাঁদে

ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
পোড়া মনের জ্বলন তবু বুঝল না।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply