তোমার উপর ভরসা রাখি
বর্ষা দেবে, ছাতাও দেবে
পারাপারের নৌকা দেবে
হাওয়ায় ছেড়ে মনের গাড়ি
একা রোদ্দুরে দাঁড়িয়ে আছি
শ্রাবণ নামছে, – – – –
মেঘদূতেরও ভেজা ডানা
উড়তে উড়তে দেখছে আমায়
কত কালের বিরহ নিয়ে
ভাঙা বুকের পাঁজর নিয়ে
দাঁড়িয়ে আছি
আমার উঠোন সবুজ হলে
নেমে আসবে গানের পাখি
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1