আশা’ – আকাশের পানে ভীত মনে চেয়ে কিছুর আশায় মিনতি করা, সেটা হতে পারে যেকোনো কিছু। হতে পারে পরম স্রষ্টা অথবা হতে পারে নিজের সবথেকে প্রিয় মানুষ আবার হতেই পারে নিছক শূন্যতা!
Lyric & Tune : Hossain Mahmud Rizvi
Music Composed, Arranged & Produced By : Hossain Mahmud Rizvi
Lyrics:
আকাশে চাহিয়া
তোমারে ভাবিয়া
মরিয়া হইয়া রই
স্বয়নে স্বপনে
তোমারে দেখিয়া
উতলা হইয়া রই
ভাবিতে ফিরিয়া
ক্লান্ত হইয়া
আশাতে মজিয়া রই
শান্ত হই
ভ্রান্ত হই
ক্লান্ত হই
ধন্য হই
জানিনা কই
কীভাবে রই
ভাবিতে রই
শুনিতে রই
ভিজে ভিজে সব ক্লান্তির খোঁজে রই ।।
পাখি যেন কই
একা বসে রই
বিরহেতে আকাশ ভেঙে
ভোরের পাখি উড়ে গেলো
কই!
ভুবনে সহিতে
মরিতে বাঁচিতে
তোমাকে দেখিতে
রই
আকাশে বাতাসে
আলোতে আধারে
তোমাতে মগ্ন
রই ।।
বলছি শোনো একটা কথা
মরিতে বাঁচার প্রেমের ব্যথা
তোমারে পানে আমার কথা
একটু শুনে যাও
মনটা আমার স্বপ্ন গাঁথা
তাই বলে কী হবো একা
ইচ্ছেমতো হেসে কেঁদে
শূন্য হয়ে যাই
স্বপ্ন আমার সাদা কালো
রঙিন হলো এলোমেলো
শূন্য মনে অবাক বনে
মন ছুটেছে চলো
স্বপ্ন আমার সাদা কালো
রঙিন হলো এলোমেলো
শূন্য মনে অবাক বনে
মন ছুটেছে চলো ।।
আকাশে চাহিয়া
তোমারে ভাবিয়া
মরিয়া হইয়া রই
স্বয়নে স্বপনে
তোমারে দেখিয়া
উতলা হইয়া রই
ভাবিতে ফিরিয়া
ক্লান্ত হইয়া
আশাতে মজিয়া রই
ভুবনে সহিতে
মরিতে বাঁচিতে
তোমাকে দেখিতে
রই ।।
Asha (আশা) – Hossain Rizvi x Nayeem (Probe) | Official Music Video
Audio Production: Studio ঘুরি
Video Production: Studio ঘুরি
Cinematography: Akib Islam | Hossain Rizvi | Sunayna Binte Mahmud
Poster & Template Design: Farzat Amin
Script: Hossain Mahmud Rizvi
Mixed & Mastered: Hossain Mahmud Rizvi
Recording Engineer: Hossain Rizvi | Akib Islam
Editing: Hossain Rizvi | Farzat Amin
Sponsored By: ঘুরি Productions