আঁখি জানে ফুল কেন ফোটে গো


































































			
			











প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

— রবীন্দ্রনাথ ঠাকুর

আঁখি জানে ফুল কেন ফোটে গো

আঁখি জানে ফুল কেন ফোটে গো
Ankhi Jane Phul Keno Phote Go
ছায়াছবি: সাগরিকা (১৯৫৬)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: রবীন চট্টোপাধ্যায়
শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
[আঁখি জানে ফুল কেন ফোটে গো
ফুল জানে আঁখি কেন গান গায়
রাত জানে চাঁদ কেন ওঠে গো
চাঁদ জানে রাত কার পানে চায়]-২
[সুর আসে তাই বুঝি বাঁশিতে
মন চায় সেই সুরে হাসিতে]-২
[নদী চায় সাগরে যে মিশিতে]-২
সাগর নদীরে তাই কাছে পায়।
[কেন তবে ওঠে ঝড় হায় হায় গো,
খেলাঘর কেন ভেঙে ভেঙে যায় যায় গো]-২
সীমার বাঁধনে আমায় বাঁধিতে চাও-
যত ব্যথা মোর নীরবে সহিতে দাও,
[ধূলির যা আছে ধূলিতেই থাক পড়ে]-২
ঝরা মালা শুধু রেখে গেনু তব পায়।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply