অলিখিত দুঃখ














































































মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

— কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম

অলিখিত দুঃখ

নিঃস্ব জোসনা আলো দেয় মিথ্যে আশায়…
নিঃস্ব বেদনা দুঃখ দেয় কোন আশায়?
নিঃস্ব জোসনা আলো দেয় মিথ্যে আশায়…
নিঃস্ব বেদনা দুঃখ দেয় কোন আশায়?
চাঁদের আলোয় রাতের আঁধার কাটে কিছু তবু তোমার আশায়…
আমার এ বেদনা মোছেনা…
জানিনা আজ কোন আশায় আমি, বুঝিনা আজ কোন পথে আমি…
একাকী হেঁটে যাই, নীরবে নিভে যাই… একাকী আমি…
আজ কোন আশায় আমি, বুঝিনা আজ কোন পথে আমি…
একাকী হেঁটে যাই, নীরবে নিভে যাই… একাকী আমি…
নিঃস্ব বেদনা দুঃখ দেয় আমায়…
নীরব স্মৃতি কেন কাঁদায়…?
নিঃস্ব বেদনা দুঃখ দেয় আমায়…
নীরব স্মৃতি কেন কাঁদায়…?
হারিয়ে যদি যাবে তবে কেন ভাসালে শূন্যতায়…?
অদৃশ্য সুখের স্বপ্নে কেন ভাসালে আমায়…?
তবে কি ভুল ছিল আমার বুঝতে তোমায়?
জানিনা আজ কোন আশায় আমি, বুঝিনা আজ কোন পথে…
একাকী হেঁটে যাই, নীরবে নিভে যাই…
জানিনা আজ কোন আশায় আমি, বুঝিনা আজ কোন পথে আমি…
একাকী হেঁটে যাই, নীরবে নিভে যাই…
জানিনা আজ কোন আশায় আমি, বুঝিনা আজ কোন পথে আমি…
একাকী হেঁটে যাই, নীরবে নিভে যাই… একাকী আমি…

লিরিকঃ সিহান

aulikhito dukkho lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply