অভিনয়ের এইতো জীবন
অভিনয় যাচ্ছি করে,
অশ্রু জলে হৃদয় ভাসে
হাসছি তবু সুখের ভিড়ে।
কি আগুন জ্বলছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।
কি আগুন জ্বলছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।
অদৃশ্য দাবার চালে
পরাজিত আমার হৃদয়,
তবু চাইছি আমি
তোমারি জয় যেন হয়।
লিখে রাখা ভাবনা গুলো
খুঁজবেনা আর ঠিকানায় .
কি আগুন জ্বলছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।
কি আগুন জ্বলছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।
ভেবেছি ফিরবোনা আর
তোমাদেরই জলসাঘরে,
যেখানে হৃদয় ভাঙ্গার
প্রতিদিন গল্প পোড়ে।
তোমার ভালো থাকার মাঝে
পথের কাঁটা হবোনা.
কি আগুন জ্বলছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।
কি আগুন জ্বলছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।
Ovinoy Lyrics| Noble Man | Bangla Rock Song | অভিনয় | নোবেল ম্যান | বাংলা রক গান | Soundtek
Noble Man Ovinoy Lyrics অভিনয় লিরিক্স
Leave a Reply
You must be logged in to post a comment.