নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

অবনত জীবন

অশান্তির ক্ষুব্ধ ছায়ায়
আমাদের বিশ্রাম মরে যেতে থাকে
জেগে জেগে ঘুম শুধু
ঘুমে ঘুমে তেতো বিষ জমে

দেশ উঠে গেছে
মানুষও মানুষ নেই
শহর জুড়ে যান্ত্রিক অরণ্য
উৎপাত খেচরের ডাক
আততায়ী সিংহের গর্জন

কার সন্তান আমি ?
ভুলে যাচ্ছি —নিরুত্তর
ভুলে যাচ্ছি —এই অবনত জীবন আমার।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply