অবকাশবেলায়

	
	

























































			
			











You will face many defeats in life, but never let yourself be defeated.

— Maya Angelou

অবকাশবেলায়

অবকাশবেলায় । OBOKASHBELAY । Contemporary Bengali Song। Shoubhik Ghosh। Rajat Biswas। Aditya Ghosh

অবকাশবেলায়

এই নেমেছে সন্ধ্যা
ছায়া ভীড় করেছে দূরে
দেয়ালে আবছায়া আলোয়
আজ মনে করা,মনে পড়ার অবকাশবেলায় ।

রোদ্দুর ভালোবেসেছে যারা
আজ তাঁদের মনে করার কথা
রাস্তার ভীড় বাসে
আজ মনে করা,মনে পড়ার আবকাশবেলায়।

হয়তো কোথাও বৃষ্টি ধুয়ে দিচ্ছে পাতা
মেঘলা হাওয়ায় গুলিয়ে যাচ্ছে ভাবনা ।
ছড়িয়ে আছে পাতার পর পাতা
মহাজীবনকথা এক অলসতায় ।

হয়তো কোথাও রাত্রি এঁকে দিচ্ছে স্বপ্ন
সাহস জুগিয়ে দিচ্ছে কথা বলার ।
নিবিড় ঘরে শব্দের অলসতায়
ভাঙ্গছে আজ নতুন কথকতায় ।

অবকাশবেলায় গানটির কথা, সুর ও কন্ঠ শৌভিক ঘোষের । গানটি chaotic us অ্যালবামের অন্তর্গত । উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে বিগত কিছু বছর ধরে নিজের লেখা গান নিয়ে নানা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন যে কজন, শৌভিক ঘোষ তাদের একজন ।নানা ভাষার মানুষের সহাবস্থানের কারণে বাংলা মৌলিক গান শোনাবার পরিসর উত্তরবঙ্গে অনেকটাই কম বাকি জায়গার তুলনায় । তবু প্রতি নিয়ত নানা নতুন নতুন চিন্তা ভাবনা উঠে আসছে পাহাড় অথবা ডুয়ার্সের জঙ্গল, চা বাগান থেকে ।

অবকাশবেলায় গানটি ২০১৫ সালের তৈরি । গানটির সাথে জড়িয়ে আছে বহু পুরোনো স্মৃতি, বন্ধুদের সাথে কাটানো মুহুর্ত, যারা অনেকেই সময়ের সাথে হারিয়ে গেছে বা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে । আমরা যারা কিছুই হয়ে উঠতে পারি নি বা অমলকান্তির মত রোদ্দুর হতে চাওয়া ছাড়া আর কিছুই চাইনি জীবনের কাছে তাদের কথা বলে এই গান । জীবন মোমের মত গলে গলে শেষ হতে থাকে আর আমরা আবকাশবেলায় বসে স্মৃতির রোমন্থন করে চলি । এই গানও তেমনি স্মৃতির কাছে নতজানুতার গল্প বলে ।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply