অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।

— – হুমায়ূন আহমেদ

অনু গল্পঃ ধর্ষণ

ধীরে ধীরে চোখ খুলতে ঝাপসা দেখতে পায় সে। কয়েকজন ডাক্তার ও পুুুলিশ ঘিরে এরেছে তাকে। মাথার পাশে রাখা মনিটরে কতকগুলো আঁকা বাঁকা রেখা এগিয়ে যাচ্ছে। হাতের ইশারায় একজন মহিলা ডাক্তারকে ডাকে সে। অন্য হাতে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে, ডাক্তারের কানে ফিসফিস করে বলে……
পাশের ঝোপ থেকে একটা চিৎকার ভেসে আচ্ছে। ডাক্তার ঝোপগুলো সরিয়ে যেতে একটা করুণ দৃশ্য ফুটে উঠে। পাঁচটি যুবক একসঙ্গে একটি কিশোরীকে ধর্ষণ করছে।
মনিটর থেকে একটা শো শব্দ কানে আসে তার। আঁকা বাঁকা রেখাটা সোজা হয়ে গেছে।

Writer: এস.এ. ইসলাম

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment