Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

জীবন্ত সত্য

মুষ্টিবদ্ধ হাতে মাঝে মাঝে
রং মাখা লালিমা গড়িয়ে পড়ে
মানব মগজের অনেকখানি গভীরে
হঠাৎ করেই লাল পাথর জমা পরে..
বাচার ইচ্ছে থাকা মানুষটা হঠাৎ করেই যেন নিরবতা ধারণ করে।।
কান্না ঝরে,হাজারো চোখে
সে যেন পাশে থেকেও দূরে সরে…
কখনো মায়ের বুক উজার করে,
কখনো মেয়ের ছায়া ঝরে পরে..
নিস্তব্ধতা,
পবিত্র জলে কাঠের পুতুল কাফনে জড়ায়
সারে তিন হাত গভীরে জায়গা করে!!!
পচা গন্ধ নাকে লাগে
কেমন যেন অন্ধকারে একলা অনুভূতি
বিচারের রায় আসে,এবার যেন তার শাস্তির সময় আসে!!!
পুতুলটা যেন কান্নায় লুটিয়ে পরে
পাপের বোঝা যেন ঘাড় চেপে বসে।।
হৃৎপিণ্ড বাতাসের মর্যাদা তখন হালকা ছিলো তার
গায়ে জোর,মন নির্মম ছিলো তার
জাঁকজমক বুকে আগলে রেখে
নূর হতে পাষান হয়ে পরে।।।।
সে আজ চিৎকার করে,
আগুনের তীব্রতা তারে গ্রাস করে!!!
তিনি তো দিয়েছিলেন হাজারো সুযোগ
ভালো থাকার, ভালোবাসার
দোয়াতের মতো কালি কেন তাহলে মনে জড়ালে???
তিরিশ পারার কোরআনে,শেষ নবীর জীবনী নাও পড়ে
সামান্যতম ভালোবাসার ভিড়ে
হারাও কেন নিজেরে???
দেখো মক্কা, যাও মদিনা
সাধ্য না থাকিলে
ঘরেই লুটিয়ে পড়ো
তাহাজ্জুদের আড়ালে।
তখন যে তিনি
সাত আসমান নিচে থাকেন।
বান্দা,
তোমার হাজারো হাহাকার,
কেমন করে শান্ত তুমি
যত পাও,কেন আরো নিতে চাও!!!??
তাহলে বলো
তুমি ভালো কেমন করে????
একটু রাখো!!!
এইবার চুখ খুলো
মালিকে দরজা তো খোলাই আছে
তার সামনে তুচ্ছ করো নিজেরে
দুনিয়া হঠাৎ যেন মাথায় তুলে তোমারে।।।।।
…………
কলমেঃSahnaj rahman
Bangla poem.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply