Be who you are and say what you feel, because those who mind don’t matter, and those who matter don’t mind.

— Bernard M. Baruch

ডুবে যাই কোন অতলে

রাজ ‘পলট্’ বলল, আর সিমরণ ঘুরে তাকালো;
রাজ ডুবে গেলো…
কীভাবে যেন ডুবে গেছিল টাইটানিক,
যেভাবে সমুদ্র স্নানে ডুবে গেল, তোমার প্রিয় আংটি।
কীভাবে যেন একসাথে মন্দারমণিতে ডুবে ছিল অনিন্দিতা আর তন্ময়।
যেভাবে শান্তিনিকেতনে অনিমেষ ডুবে ছিল, মাধবীলতার কাছে।
যেভাবে ডুবে যায় প্রিয় হাতঘড়ি ঘড়ি সময়ের অতলে,
আমিও ডুবে যাই, তুমি তাকালে
Pov : এখানে আমরা যত্ন সহকারে ডুবে যাই, তুমি তাকালে…🌻

Lyrics :
Scale – F major
ডুবে যাই কোন অতলে
তুমি তাকালে মনের ভুলে
ডুবে যাই…।।

ডুবে যাই কোন অতলে
চোখের জলে হৃদয় গলে।।
ডুবে যাই…

চেয়ে চেয়ে থাকে নদী
চাতক সময় যদি,
বৃষ্টি হয়ে চোখে নামো
তুমি বৃষ্টি হয়ে চোখে নামো…

ডুবে যাই, ওই অতলে
চোখের জলে তুমি তাকালে…
ডুবে যাই

এই ব্যথার পাহাড় ভেঙে
ভালোবাসা খুঁজে এনে
পুঁতে দিও গোলাপের চারা…

সময়ও তোমার কাছে
মাথা নত করে আছে
ডাক দিও ঘরে ফেরার…

ডুবে যাই কোন অতলে
তুমি তাকালে মনের ভুলে
ডুবে যাই…

Composition : Dwitiya Bhag
Lyrics : Aniket Das
Album – ‘ একটা অ্যালবাম হতে পারতো ‘
Voice : Swayam Majumdar
Music Arrangement: Swayam Majumder
Artwork : Arpita Mal
Video Credits: Subhrajit Panda

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0