The purpose of our lives is to be happy.

— Dalai Lama

অবগুন্ঠিতা – দিনগুলি রাতগুলি || শঙ্খ ঘোষ

রাত্রির জীবন আমি নৈঃশব্দ্যের নিভৃত কান্নায়
ভ’রে দিই। রাত্রি তুলে ধরে তার দ্বিপ্রহর মুখ—
সে মুখে বিষণ্ণ ব্যথা বলিরেখা আঁকে অহরহ।
আমারই চেতনা তার উচ্চকিত প্রচণ্ড বন্যায়
ভেঙে যায়, রাত্রি বলে চুপি চুপি, ঝরুক ঝরুক,
তোমার হৃদয় ঝ’রে প’ড়ে যাক মৃত্যুর অসহ
নগ্ন বুকে । রাত্রির ললিত দেহ ভ’রে দি কান্নায় ।


পৃথিবী তোমাকে আমি দেখি নি, দেখি না কতদিন!!


তে নিবিড় রাত্রি, তুমি কী লাবণ্য ছড়িয়েছ চুলে
মৃদু মৃদু মায়া ঢেলে, চিবুক নেমেছে ক্লান্ত হাতে
ধীরে ধীরে, আর তুমি অন্যমনে বিশীর্ণ আঙুলে
জড়িয়েছ অবসন্ন জ্যোৎস্নার আঁচল । নিত্য তাতে
দুফোটা করুণ মেঘ বৃষ্টি হতে চায় বার বার,
অশ্রু হতে চায়, আর তুমি প্রিয় নিঃসীমতা তুলে
গুণ্ঠন ঢেলেছ মুখে । বসে আছে৷ প্রতীক্ষায় তার ।


পৃথিবী তোমাকে আমি দেখি নি, দেখি না কতকাল!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0