হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

শিমুল ফুল

ভালোবাসা দিবসের ট্র্যাজেডিতে তুমি কিছুই না
অথচ সকল ফাল্গুনেই তোমার আগমনীর বার্তা,
তোমার কারোর সাথে হিংসে নেই তুমি দিয়েছো
প্রেম, ভালোবাসা ও শৈশবে মেঠোপথের মেলা।

তুমি এখনো সেই চিত্রার কেষে মিলে যাও এক নিমিষেই
যত অভিমান শুধু আমি জমিয়ে রাখি বয়স সঙ্গিনীর সাথে।
শিমুল তোমার তো বয়স নেই তাই অভিমানও নেই, অথচ
তোমার জন্য রয়েছে প্রতিটি ফাল্গুনে আগমনের আমন্ত্রন।

তুমি দিন দিন হারিয়ে যাচ্ছো শহরের প্রোজেক্টের তাড়ায়
তবুও তুমি দূর থেকে উুঁকি দিচ্ছো নগর রাস্তার পাশে দাঁড়িয়ে
তুমি প্রতি দূপূরে উতাপে নিস্তেজ হয়ে থাকো মুখ গোমরা করে
ভোর সকালে শীতল শয্যায় টলমল হাশি তোমার কলির সুভাষে।

~মোস্তাক আহমেদ সাগর

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply