The best and most beautiful things in the world cannot be seen or even touched – they must be felt with the heart

— Helen Keller

এই পথ যদি না শেষ হয়

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
🎤হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়
🎬 সপ্তপদী (১৯৬১)

🌹এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলতো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলতো
তুমিই বলো
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলতো
কোন রাখালে, ওই ঘর ছাড়া বাঁশিতে সবুজে
ওই দোল দোল হাসিতে রাখালে
কোন ঘর ছাড়া হাসিতে সবুজে
ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবী তা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলতো
বলবো না
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলতো
নীল আকাশে,
ওই দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে আকাশে
নীল দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ রয়
যদি পৃথিবী তা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলতো
তুমিই বল , না তুমি বল, তুমি
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলতো !
Music
SONG
Ei Path Jodi Na Shes Hoy
ARTIST
Hemanta Mukherjee, Sandhya Mukherjee,Hemanta Mukherjee
ALBUM
Romantic Duets From Films

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply