মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

— কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম

দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল

দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল…।।
পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর
দুই দিগন্তে রইলাম দুইজন
সারা জীবন ভর
হইলো না তো সুখের মিলন
হইলো না শুকসারির দর্শন
এমনই কপাল
রেললাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল
নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের অনল
এই অন্তরে অন্তর জ্বালা বাড়াইলো কেবল ।।
হইলো না তো মিলন সাধন
চিনলো না মনের বান্ধন
এমনই আড়াল
দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল
————-দিলরুবা খান

dui bhuboner dui bashinda lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply