Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

ভেবে দেখ মন, কেউ কার নয়, মিছে ভ্রম ভূ-মন্ডলে

ভেবে দেখ মন, কেউ কার নয়,

মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷

ভেবে দেখ মন, কেউ কার নয়,

মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷

ভুলনা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে,

ভুলনা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে,

ভেবে দেখ মন, কেউ কার নয়,

মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷

যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে

যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে

সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে

সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে

ভেবে দেখ মন, কেউ কার নয়,

মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷

দিন দুই-তিনের জন্য ভবে, কত্তা বলে সবাই মানে

দিন দুই-তিনের জন্য ভবে, কত্তা বলে সবাই মানে

সেই কত্তারে দেবে ফেলে, কালাকালের কত্তা এলে

সেই কত্তারে দেবে ফেলে, কালাকালের কত্তা এলে

ভেবে দেখ মন, কেউ কার নয়,

মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷

ভেবে দেখ মন, কেউ কার নয়,

  • অনির্বাণ ৷
  • vebe dekh mon keu karo noy shyama sangeet lyrics
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply