In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

জগাখিচুড়ি

টেবিলে যখন পড়তে বসি
মন চলে যায় অন্য দেশে
ভাবনা থেকে ফিরে এসে দেখি
সময় এখন অন্য বেসে

বিরক্ত হয়ে বইটা রেখে
বসলাম মোবাইল নিয়ে
ফেসবুক মেসেঞ্জার চালাতে চালাতে
সময় যাচ্ছে যে বয়ে

দিনের পর দিন চলে যায়
পড়ালেখা উঠেছে লাটে
মোবাইলের নেশায় ডুবে অাছি
অামার কোনো চিন্তা নেই বটে

পরীক্ষা যখন সামনে অাসে
অামার তখন হুস ফিরে
হায় হায় কিছু তো পড়া হয়নি
এখন তুর কি হবে রে

মা বলেছে পাস না করিলে
ঠেলাগাড়ি দিবে ধরিয়ে
এসব কথা মনে পড়িলে
গলা যে যায় শুকিয়ে

কেন যে সময় অপচয় করলাম
এখন বসে বসে অাপসোস কর
অামার মা ঠিকি বলে
সময়ের কাজ সময়ে কর

~রকিবুল হাসান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply