About
জন্মঃবাংলাদেশের চট্রগ্রাম জেলা।
থানাঃবাঁশখালী
গ্রামঃ গুনাগারী
পিতাঃচম্পক মল্লিক।
মাতাঃ পলি মল্লিক।
ঠিকানাঃউপেন্দ্র চন্দ্র মল্লিকের বাড়ি
জন্মসালঃ১৫ই জুলাই ১৯৯৯ সালে।
বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত একজন ছাত্র। লেখালেখির চেষ্টা ষষ্ট শ্রেনী থেকে। প্রতিটি কাজে অনুপ্রেরণা জুগিয়েছেন মা…লেখালেখির ক্ষেত্রে মাসিমনীর ও অনুপ্রেরণা রয়েছে। বাবা সবসময় আমার উপর বিশ্বাস রাখেন আর আমাকেও নিজের উপর আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করেন।আমার জন্য আমার বাবা-মা এই সব।
Published Article:
- ইশ্বরের সাথে কথোপকথন
- স্মৃতিচারন
- সুরঞ্জনার_মৃত্যু
- সময় তোমাকে বলছি
- #লালনের সাথে কথোপকথন
- মহাকালের_বিস্ফোরক
- ভয়ংকর সত্যি
- ফুসফুসের_দাবী
- জাদুকরী বিরহ
- জোগাড়যন্ত্র
- মেঘের_অহেতুক_ইচ্ছে
- মেঘ_কি_যেনো_বলছিলো
- মায়াদেবী
- সর্বাঙ্গে স্বার্থহীনতা
- এক_ছিপি_ভালোবাসা_গিলে_নেয়া
- আমার_আমির_ব্যাখা
- মহাকাশ_থেকে_বলছিলাম
- জন্মাতরবাদ
- নীলার_সাথে_আত্মকথন
- কয়েদি
- কেউ_কি_একটু_মুক্তি_দিতে_পারবে?
- কাব্যগ্রন্থ_নীলার_সাথে_আত্মকথন
- অর্ধমৃত
- #অভ্যাস_পর্ব_০৩
- মায়ার_আংশিক_বিশ্লেষণ