রেগে যাওয়া, কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোঁড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয়ে থাকে। এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে।

— গৌতম বুদ্ধ

শাওন মল্লিক

শাওন মল্লিক

About

জন্মঃবাংলাদেশের চট্রগ্রাম জেলা।

থানাঃবাঁশখালী

গ্রামঃ গুনাগারী

পিতাঃচম্পক মল্লিক।

মাতাঃ পলি মল্লিক।

ঠিকানাঃউপেন্দ্র চন্দ্র মল্লিকের বাড়ি

জন্মসালঃ১৫ই জুলাই ১৯৯৯ সালে।

বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত একজন ছাত্র। লেখালেখির চেষ্টা ষষ্ট শ্রেনী থেকে। প্রতিটি কাজে অনুপ্রেরণা জুগিয়েছেন মা…লেখালেখির ক্ষেত্রে মাসিমনীর ও অনুপ্রেরণা রয়েছে। বাবা সবসময় আমার উপর বিশ্বাস রাখেন আর আমাকেও নিজের উপর আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করেন।আমার জন্য আমার বাবা-মা এই সব।

Published Article: