If you set your goals ridiculously high and it’s a failure, you will fail above everyone else’s success.

— James Cameron

Rupop

avatar male
মোঃ সাকলাইন সজিব
About:

ছন্দ নাম: রুপোপ

পিতার নাম: মোঃ সাইফুল ইসলাম

মাতার নাম: জোসনারা বিবি

ঠিকানা: রাজশাহী জেলা, বাগমারা থানা, তাহেরপুর পৌরসভা, গ্রাম জামলই দেওয়ান পাড়া

কিছু কথা- আমার ছোট বেলা থেকে স্বপ্ন এবং শখ একদিন লেখক হবো সেই চেষ্টায় সংগ্রাম করে যাচ্ছি সেই শৈশব থেকে। প্রথমে এক লাইন তারপর দুই লাইন এভাবে চেষ্টা করতে করতে আজকে কিছু টা লেখতে পারি। আমার লিখিত জীবনে আমিই সব কারণ আমি ছাড়া আমাকে কেও বুঝতে চাই নাহ তাই আর কাওকে বুঝাতে চাই নাহ। এখন নিজে যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি। আর বর্তমান পাঠ বলতে কলেজ জীবনে পা দিয়েছে মাত্র।

Published Article: