সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

— – হুমায়ূন আহমেদ

♪ এই অবেলায়, তোমারই আকাশে, নীরব আপোষে ♪

♪ আকাশে কখনও অনেক ফানুস একসাথে উড়তে দেখেছেন? ♪

♪ কি ভাল লাগে না দেখতে! ♪

♪ মনে হয় হাসি মুখে মানুষের সোউল উড়ছে ♪

♪♫♬

[পোস্টার]
‘এই অবেলায়’ নিশাতের একক চিত্র প্রদর্শনী
৩০ মে | অ্যান্টলাইন স্টুডিও

♪ এই অবেলায়, তোমারই আকাশে, নীরব আপোষে ♪

♪ ভেসে যায় ♪

♪ সেই ভীষন শীতল ভেজা চোখ ♪

♪ কখনো দেখাইনি তোমায় ♪

♪ কেউ কোথাও ভালো নেই যেন সেই ♪

♪ কতকাল আর হাতে হাত অবেলায়? ♪

♪ কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ♪

♪ ভেজা চোখ দেখাইনি তোমায় ♪

♪ সেই কবেকার ভায়োলিন……♪

♪ বেজে যায় কতোদিন ♪

♪ প্রাণে চাপা ঢেউ ♪

♪ দেখেনি আর কেউ ♪

♪ কখনো অভিমান ♪

♪ অবাধ্য পিছুটান ♪

♪ জানিনা কি কষ্টে এই অবেলায় ♪

♪ তবুও নির্বাসন বাসর সাজিয়ে ♪

♪ ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায় ♪

♪….♫ ♬

♪ ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন ♪

♪ একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন ♪

♪ আজও তাই ♪

♪ অবাক রঙে এঁকে যাই ♪

♪ সাদাকালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই ♪

♪ ভীষণ কালো মেঘ ♪

♪ পুড়ে ছাই আবেগে আজও তাই ♪

♪ অবাক জোছনায় পোড়া চোখ ♪

♪ তবুও সাজাই ♪

♪ এই সন্ধ্যায় ♪

♪ দুচোখ সাগরে ♪

♪ বুকের পাঁজড়ে ♪

♪ ভেসে যায় ♪

♪ অবাক জোছনায় ♪

♪ লুকিয়ে রেখেছি ♪

♪ ভেজা চোখ দেখাইনি তোমায় ♪

♪ এই অবেলায় ♪

♪ তোমারই আকাশে ♪

♪ নীরব আপোষে ♪

♪ ভেসে যায় ♪

♪ সেই ভীষন শীতল ভেজা চোখ ♪

♪ কখনো দেখাইনি তোমায় ♪

♪ কেউ কোথাও ভালো নেই যেন সেই ♪

♪ কতকাল আর হাতে হাত অবেলায়? ♪

♪ কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ♪

♪ ভেজা চোখ দেখাইনি তোমায় ♪

♪♫♬….

ei obelay lyrics bangla

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply