If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

যে আঁখিতে এত হাসি লুকানো

গীতিকারঃ শ্যামল গুপ্ত
সুরকারঃ কানু ঘোষ
🎤 তালাত মাহমুদ

যে আঁখিতে এত হাসি লুকানো
কুলে কুলে তার কেন আঁখি ধার
যে মনের আছে এত মাধুরী
সে কেন চলেছে বয়ে ব্যথা ভার
যে আঁখিতে এত হাসি লুকানো
দীপের শিখায় এত আলো যে
তবু কেন কাজলে সে কালো যে
দীপের শিখায় এত আলো যে
তবু কেন কাজলে সে কালো যে
একেলার ভালোলাগায় কি আসে
কেঁদে কেঁদে হতে চায় দুজনার।
যে আঁখিতে এত হাসি লুকানো
সাগর কখনো চেয়ে দেখে না
বুকে তার কী রতন রয়েছে
কাঙালের মত তীরে তীরে সে
ফিরে ফিরে অবহেলা সয়েছে
প্রেম যদি ভরে এত সুধা গো
তবু কেন হৃদয়ের ক্ষুধা গো
প্রেম যদি ভরে এত সুধা গো
তবু কেন হৃদয়ের ক্ষুধা গো
যে মেঘে রয়েছে এত মমতা
কেন তার বিদ্যুতের হাহাকার
যে আঁখিতে এত হাসি লুকানো
কুলে কুলে তার কেনো আঁখি ধার
যে মনের আছে এত মাধুরী
সে কেন চলেছে বয়ে ব্যথা ভার
যে আঁখিতে এত হাসি লুকানো

SONG
Je Ankhite Eto Hasi Lukano lyrics
ARTIST
Talat Mahmood,Kanu Ghosh
ALBUM
Chiradiner Sathi – Nirbachito Premer Gaan – Vol. 2

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply