Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

মেঘ ডেকেছে

MEGH DEKECHHE – Upal Nilanjan

মেঘ ডেকেছে। মেঘ ডেকে যায়। মেঘ রেখে যায় সুর।
জানালার পাশে বৃষ্টি ফোয়ারা , ঝর্না, ঝিল, পুকুর ।
ইচ্ছে করছে এক্ষনি তোর বাড়ির দিকে যাই !!
রাত দুটো। তো কি হয়েছে, কি আর এমন দূর ?

খুব বেশি হলে আঁধা ঘন্টা, রাস্তাঘাট ফাঁকাই।
ভিজবো নাহয়, ভিজছে তো আজ গোটা শহরটাই।
রাত দুটো। তো কি হয়েছে, কি আর এমন দূর ?
ইচ্ছে করছে এক্ষনি তোর বাড়ির দিকে যাই !!

মেঘ ডেকেছে। মেঘ ডেকে যায়। মেঘ রেখে যায় সুর।
বৃষ্টি পড়ুক টাপুর টুপুর , এমন কি আর দূর ?
ইচ্ছে করছে এক্ষনি যাই পৌঁছে বারাকপুর !
কোয়ারানটিনে একলা ঘরে, ভাল্লাগেনা ধুর।

Song: Megh Dekechhe

Lyrics: Nilanjan

Tune: Upal

Musician: Rajat, Bappa, Sibu, Shantanu, Sunny, Shouvik

Camera and Editing: Mirrorless Production House

Recording and Audio Mixing: Tito

Audio Mastering: Abhijit (Tenny) Roy, Studio Junk n Genius

Recorded live at Studio Hindusthan

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply