সমগ্র বিজ্ঞান দৈনন্দিনের একটি পরিশোধন চিন্তা ছাড়া আর কিছুই না।

— অ্যালবার্ট আইনস্টাইন

মায়ার আংশিক বিশ্লেষণ

শাওন_মল্লিক
কাব্যগ্রন্থ_আমি…?

পথিক কহে…
প্রেমের মায়া কত প্রকার?
পথিকের মতে মায়া হলো ছেড়ে চলে যাওয়ার জিনিস..
উত্তরে অন্য পথভ্রষ্ট পথিক কহে..
কিছু মানুষ মায়া নিয়েই বাঁচে…তারা প্রেমিক
কিছু মানুষ মায়া কাটিয়ে চলে যায়.. তারা বিচ্ছেদী
আর মায়া ছড়ানোর কাজ বাস্তবতা নামক মহাকালের…
আর কিছু মানুষ মায়া হারিয়ে…
আবার সেই একই মায়ার খোঁজে
পথভ্রষ্ট পথিকে পরিনত হয়…
যেমন আমি?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply