Only a life lived for others is a life worthwhile

— Albert Einstein

মাছরাঙা

রাঙ্গা বউ, রাঙ্গা ভোর, রাঙ্গা রাত, পুর্নিমা
নদী পাড়, বাশ ঝাড়, হঠাৎ এক মাঁঁছরাঙ্গা
রঙ দিয়ে, রঙ নিয়ে একেছো যে ছবিটা
যে দিকেই চোখ যায়, দেখতেই পাবে তা
চুপচাপ দেখে নেয়, সব গড়া সব ভাঙ্গা
নদী পাড়, বাঁশ ঝাড়, চুপচাপ মাঁঁছরাঙ্গা
ঘরদোর, এ নগর, এ পথ, এ সময়
এ শহর পুরোটাই, একটুও গ্রাম নয়
এইদিন, এই রাত, এই সব ঠিকানা
নদী পাড়, বাঁঁশ ঝাড়, দেখে নেয় মাঁছরাঙ্গা

Masranga Lyrics by Shohojia

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply