Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তারে দুখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মনের মণি কোঠায়
মনে পড়ে যায়….প্রশ্নহীনা জোছনা ধোয়া রাতে কথোপকথন
চোখের ভাষায় হত যত আগামী দিনের স্বপ্নের আলাপন
কি ভুল করেছি আমি আমারি ভুলে
প্রতি নিরবতায় আমাকে পোড়ায়
আমার যত অপূর্ণতা পারিনি বোঝাতে….আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে জীবন ভরে থাকে বিষন্নতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়

bela sheshe fire eshe lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply