Life is never fair, and perhaps it is a good thing for most of us that it is not

— Oscar Wilde

বাংলাদেশের ভৌগোলিক বিবরণ

১। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? -কর্কটক্রান্তি রেখা।
২। বাংলাদেশ এশিয়ার কোন অংশে পড়েছে?
-দক্ষিণ এশিয়ায় বা এশিয়ার দক্ষিণাংশে।
৩। বাংলাদেশ একটি-
-স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
৪। বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত?
-88001 থেকে 92041 পূর্ব দ্রাঘিমা রেখায়।
৫। বাংলাদেশের আয়তন কত?
-১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।
৬। ১৯৯৬-৯৭ সালের তথ্য অনুসারে নদী অঞ্চলের আয়তন কত? -৯,৪০৫ বর্গ কিমি.।
৭। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
-১২ নটিক্যাল মাইল।
৮। বাংলাদেশ কত ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত? -20034 থেকে 26038।
৯। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
-২০০ নটিক্যাল মাইল।
১০। বাংলাদেশ-ভারত সীমারেখার দৈর্ঘ্য কত?
-৩৭১৫.১৮ কিমি.।
১১। বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য কত?
-২৮০ কিমি.।
১২। বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?
-৭১৬ কিমি.।
১৩। বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে কী? -আসাম।
১৪। পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ কোনটি?
-বাংলাদেশ।
১৫। স্থায়ী বসবাসের জন্য আদর্শ ভূমি কোনটি?
-সমভূমি।
১৬। ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়? -তিনটি।
১৭। টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয়ভাগে ভাগ করা যায়? -দুই ভাগে।
১৮। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
-তাজিন ডং (বিজয়)।
১৯। তাজিন ডং-এর উচ্চতা কত?
-১২৩১ মিটার।
২০। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত? -৬১০ মিটার।
২১। কেওক্রাডং-এর উচ্চতা কত?
-১২৩০ মিটার।
২২। বাংলাদেশের কোন অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয়?
-উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের।
২৩। আনুমানিক কত বছর আগের সময়কে প্লাইস্টোসিনকাল বলে? -২৫,০০০ বছর।
২৪। বরেন্দ্রভূমি কোন এলাকায় অবস্থিত?
-উত্তর-পশ্চিমাঞ্চলে।
২৫। প্লাবন সমভূমি থেকে বরেন্দ্রভূমির উচ্চতা কত?
-৬-১২ মিটার।
২৬। বরেন্দ্রভূমির আয়তন কত?
-৯,৩২০ বর্গ কিমি.।
২৭। মধুপুর ও ভাওয়ালের মাটির রঙ কেমন? -লালচে ও ধূসর।
২৮। ভাওয়ালের গড় কোন জেলায় অবস্থিত? -গাজীপুর।
২৯। সমভূমি থেকে মধুপুর গড়ের গড় উচ্চতা কত? -৩০ মিটার।
৩০। মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন কত?
-৪,১০৩ বর্গ কি.মি.।
৩১। মধুপুর গড় কোন কোন জেলায় অবস্থিত?
-টাঙ্গাইল ও ময়মনসিংহ।
৩২। লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
-কুমিল্লা শহর থেকে ৮ কিমি. পশ্চিমে।
৩৩। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?
-২১ মিটার।
৩৪। লালমাই পাহাড়ের আয়তন কত?
-৩৪ বর্গ কিমি.।
৩৫। আমাদের প্লাবন সমভূমির আয়তন কত?
-১,২৪,২৬৬ বর্গ কিমি.।
৩৬। সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত? -৩৭.৫০ মিটার।
৩৭। ১৮ মিটার উচ্চতায় কোন জেলা অবস্থিত?
-ময়মনসিংহ।
৩৮। সমুদ্র সমতল থেকে কোন দুই জেলার উচ্চতা ৮ মিটার? -নারায়ণগঞ্জ ও যশোর।
৩৯। সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মধ্যে রংপুর ও দিনাজপুর অঞ্চল কী ধরনের?
-পাদদেশীয় সমভূমি।
৪০। বাংলাদেশে নদীর সংখ্যা কত? -প্রায় ৭০০।
৪১। বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য কত?
-২২,১৫৫ কিমি.।
৪২। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী কোনটি?
-পদ্মা।
৪৩। গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
-হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।
৪৫। গঙ্গা নদীর একটি শাখা কী নামে মুর্শিদাবাদ জেলা দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে পড়েছে?
-ভাগীরথী (হুগলি) নদী।
৪৫। গঙ্গা নদীর কত কিমি. বাংলাদেশ ও ভারতের সীমানাকে সংযুক্ত করেছে? -১৪৫ কিমি.।
৪৬। গঙ্গা ও যমুনার মিলিত ধারা পদ্মা নামে কোন স্থানে গিয়ে মেঘনার সঙ্গে মিলিত হয়েছে?
-চাঁদপুরে।
৪৭। বাংলাদেশে গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত? -৩৪,১৮৮ বর্গ কিমি.।
৪৮। মহানন্দার উপনদী কোনটি?
-পুনর্ভবা, নাগর, পাগলা।
৪৯। ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল কোথায়?
-হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে।
৫০। ব্রহ্মপুত্রের প্রধান উপনদী হল-
-ধরলা, তিস্তা।
৫১। বংশী ও শীতলক্ষ্যা হল ব্রহ্মপুত্রের-
-প্রধান শাখা নদী।
৫২। যমুনার প্রধান উপনদী হল-
-করতোয়া ও আত্রাই।
৫৩। ধলেশ্বরী হল যমুনার-। -শাখা নদী।
৫৪। ধলেশ্বরীর শাখা নদী কোনটি? -বুড়িগঙ্গা।
৫৫। সুরমা ও কুশিয়ারা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? -সিলেট জেলা।
৫৬। বাংলাদেশে মেঘনা বিধৌত অঞ্চল কী পরিমাণ? -২৯,৭৮৫ বর্গ কিমি.।
৫৭। মেঘনার উপনদী কোনটি?
-তিতাস, গোমতী।
৫৮। কালনী কোন জেলার নদী?
-হবিগঞ্জ জেলার।
৫৯। কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কতটুকু?
-২৭৪ কিলোমিটার।
৬০। কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে কোথায়?
-আসামের লুসাই পাহাড়ে।

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply