অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ – 49/11/12

— আল কোরআন

বন্ধু যখন বউ লইয়া

বন্ধু যখন বউ লইয়া
কথা-শাহ আলম সরকার
শিল্পী-মমতাজ
ফাইট্টা যায়,বুকটা ফাইট্টা যায়।।
বন্ধু যখন বউ লইয়া,
আমার বাড়ির সামনে দিয়া।।
রঙ্গ কইরা হাইট্টা যায়।
ফাইট্টা যায়,বুকটা ফাইট্টা যায়।।
ফাইট্টা যায়,বুকটা ফাইট্টা যায়।।
রঙ্গ কইরা হাইট্টা যায়।
ফাইট্টা যায়,বুকটা ফাইট্টা যায়।।
বন্ধুর সাথে করলাম পিরিত
সাড়ে তিন বছর
সেই বন্ধু কেমনে আমার
হইয়া গেল পর।
আঁচলের তলে কইরা
রজকিনীর মত
কৈ মাছ ভাইজ্জা বন্ধুরে
খাওয়াইলাম কত।
সেই বন্ধু ইউসুফ হইয়া,
আমি জোলেখারে থুইয়া।।
কেমন কইরা ফুইট্টা যায়
ফাইট্টা যায়,বুকটা ফাইট্টা যায়।।
রাইত বিরাতে বন্ধুর জন্য
হইলাম ঘরের বাইর
লাইলীর মত খাইলাম কত
বাবার হাতে মাইর।
শিরির মত কত আঘাত
সইলাম আমি গায়।
যুগের পর যুগ রইলাম আমি
বন্ধুর অপেক্ষায়।
সেই বন্ধু সরল পাইয়া
মধুর মধুর কথা কইয়া।
বন্ধু আমায় সরল পাইয়া
মধুর মধুর কথা কইয়া
ফুলের মধু লুইট্টা যায়।
ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়।।
মাথায় কীরা খাইয়া বন্ধু
ফালাইলো প্যাঁচে।
চিড়ার দরে হীরা বন্ধু
আমার কাছে বেচে।
যে বন্ধু ছিল আমার
সাত রাজার ধন।
আমি ছিলাম বন্ধুর কাছে
কত যে আপন।
কয় সরকার শাহ আলমে,
সেই প্রেমই ধরাধামে।।
কেমন করে ছুইট্টা যায়।
ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়।।
বন্ধু যখন বউ লইয়া,
আমার বাড়ির সামনে দিয়া।।
রঙ্গ কইরা হাইট্টা যায়।
ফাইট্টা যায়,বুকটা ফাইট্টা যায়।।
বন্ধু যখন বউ লইয়া,
আমার বাড়ির সামনে দিয়া।।
রঙ্গ কইরা হাইট্টা যায়।
ফাইট্টা যায়,বুকটা ফাইট্টা যায়।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply