When you reach the end of your rope, tie a knot in it and hang on

— Franklin D. Roosevelt

পাখি রে তুই দূরে থাকলে

পাখি রে তুই দূরে থাকলে
Pakhi Re Tui Dure Thakle
ছবি: লাল গোলাপ (১৯৮৫)
গীতিকার: খান আতাউর রহমান
সুরকার: আমির আলী
শিল্পী: সুবীর নন্দী
পাখি রে তুই খাঁচা ভেঙ্গে
আমার কাছে আয়;
চোখের মনি চোখের কাছে,
না থাকলে-
মনটা আমার আকুল হয়ে;
মরে যেতে চায়।
পাখি রে তুই দূরে থাকলে,
কিছুই আমার ভালো লাগেনা।।
পাখি রে তুই-
পাখি রে তুই কাছে থাকলে,
গানের সুরে পরান দোলে,
হৃদয় নাচে সুরের তালে।।
মনে মনে তোমায় ডাকি
সারা বেলা তা-কি জানো না।
পাখি রে তুই দূরে থাকলে,
কিছুই আমার ভালো লাগেনা।
পাখি রে তুই-
যদি কোন দিন আমার পাখি,
আমায় ফেলে উড়ে চলে যায়,
এক একা রব নিরালায়।।
পাখি রে তুই কবে আমার
আপন হবি কিছুই জানি না
পাখি রে তুই দূরে থাকলে,
কিছুই আমার ভালো লাগেনা।
পাখি রে তুই-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply