Delight in meditation and solitude. Compose yourself, be happy. You are a seeker

— Buddha

না যেওনা দূরেতে একেলা মন রয়না

না যেওনা দূরেতে একেলা মন রয়না
Na Jeo Na Durete Ekla Mon Roy Na
ছায়াছবি: জীবন যুদ্ধ (১৯৯৭)
সংগীত: নাদিম-শ্রাবণ
কণ্ঠ: সাধনা সরগম ও বাবুল সুপ্রিয়
[না যেওনা দূরেতে একলা মন রয়না]-২
কী বলব বিরহে জ্বালা তো সয়না
না যেওনা দূরেতে একলা মন রয়না।
[মন যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে
নিশিরাতে স্বপ্নে তোমায় দেখি বারেবারে (হা)]-২
পায়ের নুপূর হাতের কাঁকন চুড়ি তোমায় ডাকে
জানি না এ কেমন যাদু করেছ আমাকে!
না যেওনা দূরেতে একলা মন রয়না
কী বলব বিরহে জ্বালা তো সয়না।
ও ওগো প্রিয়া চঞ্চলা কাজল নয়না
তুমি যে তোমারই রূপের তুলনা
ওগো প্রিয়া চঞ্চলা কাজল নয়না।
[চেয়ে চেয়ে দেখি তুমি অপরূপা বলে,
মনের আঙ্গিনাতে প্রেমের সুরভি ছড়ালে(ও)]
কিছু কথা বলার আছে,বলি যে কী করে
ভালোবেসে তোমায় আমি রেখেছি অন্তরে
ওগো প্রিয়া চঞ্চলা কাজল নয়না
তুমি যে তোমারই রূপের তুলনা
না যেওনা দূরেতে একলা মন রয়না
কী বলব বিরহে জ্বালা তো সয়না।
হা ওগো প্রিয়া চঞ্চলা কাজল নয়না
না যেওনা দূরেতে একলা মন রয়না
ওগো প্রিয়া চঞ্চলা কাজল নয়না
না যেওনা দূরেতে একলা মন রয়না।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply