প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী, একের পাপের বোঝা অন্যে বহন করবে না ৷ -6:164

— আল কোরআন

দাও ছুঁয়ে দাও বৃষ্টি ধোয়া জল চোখের পাতায় আদরের কাজল

দাও ছুঁয়ে দাও বৃষ্টি ধোয়া জল
চোখের পাতায় আদরের কাজল
বারিষ ধারায় তোমার পাড়ায় আমি
মেঘ সেজেছি টাপুর টুপুর বৃষ্টি খেলতে নামি।

চাঁদের পাশেই সাঁঝতারাদের ঘর
চাঁদ জানে না কে আপন কে পর
আলোর ধারায় তোমার পাড়ায় আমি
চাঁদের সেজেছি খেলছি অথৈ নেশাতে পাগলামি

চোখ জানে না বলা বাকি কথা
জলপ্রপাত যেমন খরস্রোতা
হতাম যদি দরদী রাগ কোনো
একতারায় তোমার পাড়ায় গান ধরেছি শোনো

দাও ছুঁয়ে দাও বৃষ্টি ধোয়া জল
চোখের পাতায় আদরের কাজল
বারিষধারায় তোমার পাড়ায় আমি
মেঘ সেজেছি টাপুর টুপুর বৃষ্টি খেলতে নামি।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply