হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

তোমার ভুবনে ফুলের মেলা

গীতিকার : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার : অখিল বন্ধু ঘোষ
শিল্পী :অখিল বন্ধু ঘোষ

🍁তোমার ভুবনে ফুলের মেলা
আমি কাঁদি সাহারায় (x2)
ওগো কমলিকা…
ওগো কমলিকা বুঝিলেনা আমি কত অসহায়
উষ্ণ মরুর অভিশাপ লয়ে
ভেঙ্গে গেছি আমি অবসাদে ক্ষয়ে
কণ্ঠ আমার দীর্ঘনিশ্বাসে ভুল সুরে গান গায়
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়
তোমার ভুবনে ফুলের মেলা
আমি কাঁদি সাহারায়
আমার আকাশ কাঙ্গাল করে যে পাঠায়েছি মেঘ যত
তোমার কুঞ্জবীথিকার ফুল ফোটাতে মনের মতো
প্রেম যে আমার আধারে লুকায়ে
তারা জ্বালে তব আকাশের গায়ে
গন্ধের ধুপ পুড়ে গেছি আমি ছাই পড়ে আছি হায়
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়
Music
SONG
Tomar Bhubane Phuler Mela
ARTIST
Akhil Bandhu Ghosh
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply