Never let the fear of striking out keep you from playing the game.

— Babe Ruth

জীবনের গল্প এত ছোট নয়

জীবনের গল্প এত ছোট নয়
ছায়াছবি: রাম রহিম জন
কথা: গাজী মাজহারুল আনোয়ার
সঙ্গীত: সত্য সাহা
শিল্পী: সু্বীর নন্দী
[জীবনের গল্প এত ছোট নয়,
একদিনে সে ফুরিয়ে যাবে]-২
[হাসতে হবে কাঁদতে হবে]-২
এরি মাঝে বাঁচতে হবে।
জীবনের গল্প এত ছোট নয়
একদিনে সে ফুরিয়ে যাবে।
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
[যে আগুনে পুড়ে পুড়ে
হয় রে সবি কালো,
সে আগুনের বুক থেকে
জ্বালতে হবে আলো]-২
[চলতে হবে লড়তে হবে]-২
প্রতিবাদও করতে হবে।
জীবনের গল্প এত ছোট নয়
একদিনে সে ফুরিয়ে যাবে।
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
[পথের পরে পথ রয়েছে
কেন যে ভয় কর,
পৃথিবীটা হোকনা ছোট
আকাশ অনেক বড়]-২
[চেনা হবে জানা হবে]-২
পরও একদিন আপন হবে
[জীবনের গল্প এত ছোট নয়
একদিনে সে ফুরিয়ে যাবে]-২
[হাসতে হবে কাঁদতে হবে]-২
এরি মাঝে বাঁচতে হবে।
জীবনের গল্প এত ছোট নয়
একদিনে সে ফুরিয়ে যাবে।
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply