অতীতে বাস করবেন না, ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না, বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন।

— গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ

চাকরির প্রস্তুতি

১.একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে?
উঃ কলা
২.কোনটি থেকে পাটের সোনালী আঁশ পাওয়া যায় ?
উঃ ফ্লোয়েম তন্তু
৩.জেনেটিক্সে বা বংশগতির জনক কে ?
উঃ মেন্ডেল
৪. কোনটি কে বংশগতির ধারক ও বাহক বলা হয় ?
উঃ জীন
৫. ডি এন এ এর পূর্ণরূপ কি?
উঃ ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড
৬. জেনেটিক কোডের আবিষ্কারক কে ?
উঃ ডঃ খোরানা
৭. Down syndrome হলো একটি?
উঃ Genetic disorder
৮. DNA ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
উঃ বায়োইনফরমেটিক্স
৯.PCR এর পরিপূর্ণ অর্থ কি?
উঃ পলিমার চেইন রিঅ্যাকশন
১০. জাতিসংঘের কোন সংস্থা মানব শিশু ক্লোন নিষিদ্ধ করেছে ?
উঃ WHO
১১.অরিজিন অব স্পেসিস – গ্রন্থটির প্রণেতা কে?
উঃ চার্লস ডারউইন
১২.কোনটির দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই?
উঃ ভাইরাস
১৩. জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো –
উঃ ভাইরাস
১৪. হিউম্যান প্যাপিলোমা কি?
উঃ ভাইরাস
১৫.ভ্যাক্সিন বা টিকা আবিষ্কার করেন কে?
উঃ এডওয়ার্ড জেনার
১৬.পোলিও টিকা আবিষ্কার করেন কে?
উঃ জোনাস ই স্যাক
১৭.জিকা ভাইরাস- কোন দেশে সর্বপ্রথম ছড়ায় ?
উঃ ব্রাজিল
১৮.ঘাতক ভাইরাস ইবোলা প্রথম শনাক্ত করা হয় কোন দেশে?
উঃ কঙ্গো
১৯. হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা যায়?
উঃ চীন
২০.সর্বপ্রথম সোয়াইন ফ্লু দেখা যায় কোন দেশে ?
উঃ মেক্সিকো

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply