Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe.

— Albert Einstein

চাকরির প্রস্তুতি

• প্রশ্নঃ বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে? উত্তরঃ কক্সবাজারকে।
• কোন নদীকে পশ্চিমাবাহিনীর নদী বলা হয় ? উত্তরঃ ডাকাতিয়া বিল।
• প্রশ্নঃ বাংলার ভেনিস বলা হয় কাকে? উত্তরঃ বরিশালকে।
• প্রশ্নঃ পাহাড়ি কন্যা বলা হয় কাকে? উত্তরঃ বান্দরবানকে।
• প্রশ্নঃ সাগর দ্বীপ বলা হয় কাকে? উত্তরঃ ভোলাকে।
• প্রশ্নঃ প্রকৃতির রানী বলা হয় কাকে? উত্তরঃ খাগড়াছড়িকে।
• প্রশ্নঃ চট্টগ্রামের দুঃখ বলা হয় কাকে ? উত্তরঃ চাকতাই খালকে।
• স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদে বাংলাদেশ এ পর্যন্ত দুবার সদস্যপদ লাভ করে । প্রথমবার সদস্যপদ লাভ করে ১৯৭৮ সালে এবং দ্বিতীয়বার ১৯৯৯ সালে।
• ১৬১০ সালের সুবেদার ইসলাম খাঁ বার ভূইয়াদের নেতা মুসা খাঁ কে পরাজিত করে বাংলা দখল করেন এবং ঢাকার নাম রাখেন জাহাঙ্গীর নগর।
• ১৬৩৯ সালে সাহ সুজা বাংলার রাজধানী ঢাকা থেকে রাজমহলে স্থানান্তরিত করেন।
• ১৬৬০ সালে মীর জুমলা বাংলার সুবেদার হলে ঢাকাকে পুনরায় রাজধানী করেন।
• ১৯০৫ সালে বাংলা ও বিহার নিয়ে প্রদেশ করা হলে তার রাজধানী হয় ঢাকা কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা রাজধানীর মর্যাদা হারায়।
• ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্থানের রাজধানী হয় করাচি এবং পূর্ব পাকিস্থানের রাজধানীর নাম হয় ঢাকা।
• ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়
• বাংলাদেশে ফোরজি চালু হয়– ২০১৮ সালে
• সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন কত সালে — ১৭০৩ সালে
• অসমাপ্ত আত্মজীবনী বইটির প্রচ্ছদ শিল্পী কে– সমর মজুমদার
• কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন— বুদ্ধদেব বসু
• পক প্রনালী কোন দুটি দেশকে পৃথক করেছে– ভারত ও শ্রীলংকা
• ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় — ১৮৬৪ সালে
• ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়– ১৯২৬ সালে
• মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল— শিখা পত্রিকা
• ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয় – ১৭৮৯ সালে
• এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় -১৯৬৬ সালে
• বাংলাদেশে বর্তমানে কি পরিমান প্রাকৃতিক গ্যাস মজুদ আছে — ১২ ট্রিলিয়ন ঘনফুট
• ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, তাদের ৩০তম অধিবেশনে।
• বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেয়– ২০০৮সালে
• একাত্তরের ডায়েরি কার লেখা –বেগম সুফিয়া কামাল
• ‘শিক্ষা চিরন্তন” কোথায় অবস্থিত– সোহরাওয়ার্দী উদ্যান
• পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ– চীন ( বাংলাদেশের অবস্থান দ্বিতীয় )

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply