মানুষ যখন পথ চিনিবার জন্য চেষ্টা ও পরিশ্রম করে তখন আমি তাহাদিগকে আমার পথ চিনাইয়া থাকি৷ – পারা 21, সুরা আনকাবুত-7

— আল কোরআন

চাকরির প্রস্তুতি

• ১৬১০ সালের সুবেদার ইসলাম খাঁ বার ভূইয়াদের নেতা মুসা খাঁ কে পরাজিত করে বাংলা দখল করেন এবং ঢাকার নাম রাখেন জাহাঙ্গীর নগর।
• ১৬৩৯ সালে সাহ সুজা বাংলার রাজধানী ঢাকা থেকে রাজমহলে স্থানান্তরিত করেন।
• ১৬৬০ সালে মীর জুমলা বাংলার সুবেদার হলে ঢাকাকে পুনরায় রাজধানী করেন।
• ১৯০৫ সালে বাংলা ও বিহার নিয়ে প্রদেশ করা হলে তার রাজধানী হয় ঢাকা কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা রাজধানীর মর্যাদা হারায়।
• ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্থানের রাজধানী হয় করাচি এবং পূর্ব পাকিস্থানের রাজধানীর নাম হয় ঢাকা।
• ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়
• সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন কত সালে — ১৭০৩ সালে
• অসমাপ্ত আত্মজীবনী বইটির প্রচ্ছদ শিল্পী কে– সমর মজুমদার
• পক প্রনালী কোন দুটি দেশকে পৃথক করেছে– ভারত ও শ্রীলংকা
• এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় -১৯৬৬ সালে
• বাংলাদেশে বর্তমানে কি পরিমান প্রাকৃতিক গ্যাস মজুদ আছে — ১২ ট্রিলিয়ন ঘনফুট
• ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, তাদের ৩০তম অধিবেশনে।
• বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেয়– ২০০৮সালে
• পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ– চীন ( বাংলাদেশের অবস্থান দ্বিতীয় )
• টাইটানিক জাহাজ ১৯১২ সালে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করার ষষ্ঠ দিনে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়
• বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে যাত্রা শুরু করে
• এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর– ফিলিপাইনের ম্যানিলায়
• বাংলাদেশে ভূ- উপগ্রহ কেন্দ্র কয়টি?– ৪টি।
যথাঃ বেতবুনিয়া (রাঙামাটি), তালিবাবাদ (গাজীপুর),মহাখালি , সিলেট ।
• ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কয়টি?– ৪টি ।
• আবহাওয়া স্টেশন কয়টি — ৩৫টি
• আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্র— ২টি।
• রাডার স্টেশন কয়টি? — ৫টি।
• কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র -১২টি।
• দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কয়টি?– ৪১০টি।
• উপকূলীয় জেলা কয়টি? —-১৯টি
• বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয়—- ২০০৪সালে ।
• দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কয়টি?—– ৩টি। ( পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ, প্রশমন)
• দুর্যোগ ও ত্রাণ মন্ত্রাণালয় গঠিত হয়? —— ১৩, সেপ্টে, ২০১২ সালে।
• আবহাওয়া অধিদপ্তর / স্পারসো কোন মন্ত্রাণালয়ের অধীনে?——প্রতিরক্ষা।
• বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস—– ১৩ অক্টোবর।
• SPARSO কবে প্রতিষ্ঠিত হয় কত সালে? —-১৯৮০ সালে (আগারগাঁও, ঢাকায় অবস্থিত)
• বাংলাদেশে পরিবেশ আদালত কয়টি ? —- ৩টি। (ঢাকা, চট্টগ্রাম, ও সিলেট। )
• বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয়——- ১৯৯২ সালে ।
• পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বেড়েছে—- ০.৭৪ডিগ্রি সেলসিয়াস
• IPCC এর পূর্ণরূপ কি?—Intergovernmental Panel on Climate Change
• প্যারিস জলবায়ু চুক্তি তে বাংলাদেশ স্বাক্ষর করে কবে — ২০১৬ সালে
• সুনামি হল জাপানি শব্দ। সু অর্থ বন্দর এবং নামী অর্থ ঢেউ। সুনামি শব্দের অর্থ বন্দরের ঢেউ
• সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? –মেঘালয়
• সিলেটের দক্ষিণে ভারতের কোন রাজ্য?—ত্রিপুরা
• টর্নেডো শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ থেকে যার অর্থ — বজ্রঝড়
• বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় –আশির দশক
• বাগদা চিংড়ি চাষ করা হয়– লোনাপানিতে
• চা চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা হলো— ১৬ থেকে ১৭ ডিগ্রী সেলসিয়াস
• আখ চাষের উপযুক্ত তাপমাত্রা হলো– ১৯ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস
• ধান চাষের উপযুক্ত তাপমাত্রা হলো– ১৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস
• পাট চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা হলো– ২০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস
• ২০১৮ সালে ইন্দোনেশিয়ার কোন দ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হানে- সুলাওয়েসি
• গাবখান চ্যানেল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত — ঝালকাঠি
• বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিট মহল বিলুপ্ত হয় কবে- ১ আগস্ট, ২০১৫ সাল
• পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি –ইন্দোনেশিয়া
• পারকি সমুদ্র সৈকত অবস্থিত কোথায় –চট্টগ্রাম
• আন্দিজ পর্বতমালা কোন মহাদেশ অবস্থিত –দক্ষিণ আমেরিকা
• কোন তারিখে দিবা রাত্রি সমান হয়– ২৩ সেপ্টেম্বর
• টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত –বরাক নদী
• এশিয়া মহাদেশের দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে — বিষুব রেখা
• CDMP এর পূর্ণরুপ হলো- Comprehensive Disaster Management Programme
• কোন ধরনের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি — মৌসুমি বন্যায়
• তিন দিক স্থল দ্বারা বেষ্টিত পানি রাশিকে কি বলে ?– উপসাগর ।
• চারদিকে স্থল দ্বারা বেষ্টিত প্রাকৃতিক পানি রাশিকে কি বলে ?– হ্রদ।
• আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি ?– দক্ষিণ মহাসাগর ।
• ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি কোথায় ?– উত্তর মহাসাগরে।
• পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি ?–দক্ষিণ চীন সাগর।
• পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি ?– মেক্সিকো উপসাগর ।
• কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত ?– পারস্য উপসাগর।
• বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর কোনটি ?- ক্যারিবিয়ান সাগর (৭২৩৯ মিটার)।
• ভলগা নদী কোথায় অবস্থিত ?– রাশিয়া।
• আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোথায় ?– পামীর মালভূমি।
• শাত-ইল-আরব কোথায় অবস্থিত ?– দজলা ও ফোরাতকেন্দ্রিক।
• টাইগ্রিস নদী কোথায় পতিত হয়েছে ?– পারস্য উপসাগরে।
• আন্তর্জাতিক নদী বলা হয় কোনটিকে ?– দানিয়ুব নদীকে (২৮৪২ কি. মি.)।
• হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়– কুনলুন পর্বত
• পারস্য উপসাগরে অবস্থিত দ্বীপ কোনটি? –বাহরাইন দ্বীপ।
• আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ- ভিক্টোরিয়া
• গ্রেট বিয়ার হ্রদ অবস্থিত- কানাডায়
• সুপিরিয়র হ্রদ অবস্থিত- যুক্তরাষ্ট্র ও কানাডায়
• জাফনা দ্বীপ কোথায়-শ্রীলংকায়
• হালদা ভ্যালি কোথায়– খাগড়াছড়ি
• ব্ল্যাক ফরেস্ট কোথায় –জার্মানি
• সবচেয়ে লবণাক্ত হৃদ –কাস্পিয়ান সাগর
• সবচেয়ে গভীরতম হৃদ — বৈকাল হৃদ
• স্বাদু পানির হ্রদ হচ্ছে- বৈকাল হ্রদ
• কোন উপদ্বীপ জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত? –কোরিয়া উপদ্বীপ
• হরমুজ প্রণালী কোথায় অবস্থিত– ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মধ্যে
• স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষিশুমারি কবে অনুষ্ঠিত হয়?– ১৯৭৭ সালে।
• জাতীয় বীজ পরীক্ষাগার কোথায় অবস্থিত?– গাজীপুর।
• বাংলাদেশে হাইব্রিড ধান উৎপাদন কবে শুরু হয়েছে?– ১৯৯৮ সালের ডিসেম্বর থেকে।
• বাংলাদেশে সর্বপ্রথম চা বাগান প্রতিষ্ঠা করা হয় কবে?– ১৮৪০ সালে।
• সোপান অঞ্চল: প্লাবন সমভূমি থেকে উঁচু এবং পার্বত্য অঞ্চল থেকে নীচু এলাকাকে সোপান অঞ্চল বলে। বাংলাদেশে প্লাবন সমভূমি ৮০%, সোপান অঞ্চল ৮% এবং পার্বত্য অঞ্চল ১২%।
• বরেন্দ্রভূমি, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর, গাজীপুর জেলার ভাওয়াল এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সোপান অঞ্চল গঠিত
• প্রথম ধরিত্রী সম্মেলন– ১৯৯২ সালে ব্রাজিলের রিওডি-জেনিরিওতে অনুষ্ঠিত হয় ।
• বাতাসে সালফার ডাই-অক্সাইড বেড়ে গেলে– এসিড বৃষ্টি হয়
• ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক— বিল্ডিং কোড
• বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি —বুলবুল ( ২০১৯ পর্যন্ত )
• আয়তনের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য — আলাস্কা
• কোন হাওর “লতাপাতার হাওর” নামে পরিচিত– হাইল হাওর ( মৌলভীবাজার )
• বাইক্কা বিল অবস্থিত– মৌলভিবাজার
• ভূমিধ্বসের প্রধান কারণ কি— বৃষ্টিপাত
• বিলোনিয়া সীমান্ত যে জেলার অন্তর্গত—ফেনী
• মঙ্গল গ্রহে উপগ্রহ কয়টি— ২ টি
• সমুদ্র উপকূলীয় অঞ্চলের জলবায়ু প্রধানত– মৃদু / সমভাবাপন্ন
• দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থা কে বলা হয়– দুর্যোগের প্রস্তুতি
• ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশের ভূপ্রকৃতি কে– তিন ভাগে ভাগ করা হয়েছে
• দুর্যোগ ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয় কখন –দুর্যোগপূর্ব সময়
• পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় — চীনে
• ভূপৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত– প্রায় ১৫ কিলোমিটার
• পরিবেশ সম্পর্কিত আপিল আদালত কোথায় অবস্থিত– ঢাকায়
• মেঘনা নদীর উৎপত্তি কোথায়–মিজোরামের লুসাই পাহাড়
• ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত– ট্রপোমন্ডলে
• সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে— নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা
• জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল দীর্ঘ হচ্ছে কোথায়— অস্ট্রেলিয়া
• বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে–১৯৯৩ সালে
• উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয় –ঘড়ির কাঁটার বিপরীত দিকে
• বাংলাদেশের বাৎসরিক বৃষ্টিপাতের কত শতাংশ বর্ষাকালে হয়ে থাকে—– চার-পঞ্চমাংশ
• প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের ভিত্তি করে বাংলাদেশের মাটিকে ভাগ করা যায়– ৫ ভাগে
• মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা– ১৫০ মিটার
• ঋতু পরিবর্তনের সঙ্গে বায়ুর যে দিক পরিবর্তন হয় তাকে বলে– মৌসুমী বায়ু
• যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বলে।
• বাংলাদেশে শীতকালে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়— উত্তর-পূর্ব দিক থেকে
• দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও দুর্যোগপূর্ব প্রস্তুতিকে বলে– প্রশমন
• ভূমিকম্পের বেগ সবচেয়ে বেশি কোথায়—উপকেন্দ্রে
• বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে– নেত্রকোনা
• পৃথিবীর সবচেয়ে বড় তামার খনি কোথায় –চিলিতে
• হোক্কাইডো দ্বীপটি কোথায় – – জাপানে
• আল্পস পর্বতমালা কোথায়– ইউরোপ মহাদেশে
• ১৮৫৯ সালে সুয়েজ খালের নির্মাণকার্য শুরু হয়, যা ১৮৬৯ সালে খনন কাজ সম্পন্ন হয়
• ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে— ১৪৮৭ সালে
• আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদর দপ্তর কোথায় — লন্ডন
• মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম- সনোরা লাইন
• “মোরা” শব্দের অর্থ– সাগরের তারা
• লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা– ভারি
• সমুদ্রের কত মিটার নিচ থেকে সমুদ্র স্রোতের গতি কমে– ১০০ মিটার
• বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোথায় –রাঙ্গামাটি
• ধলেশ্বরী নদীর শাখা নদী— বুড়িগঙ্গা
• কোন নদীর উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে — হালদা
• পৃথিবীর কোথায় তুন্দ্রা অঞ্চল অবস্থিত– রাশিয়া
• পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ কোনটি– কাস্পিয়ান সাগর
• সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ পাওয়া যায়– চুনাপাথর
• যে গ্রহের তাপমাত্রা তুলনামূলক সবচেয়ে বেশি —শুক্র
• কোন গ্রহের কোন উপগ্রহ নেই– বুধ
• স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়— জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৫
• ২০২০ সালের ৯-১৯ নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো নগরীতে অনুষ্ঠিতব্য কপ-২৬ সম্মেলন আয়োজন সম্ভব হয়নি। কিন্তু ২০২১ সালের ১-১২ নভেম্বর থেকে গ্লাসগোতে কপ-২৬ সম্মেলন অনুষ্ঠিত হবে।
• “অপারেশন মান্না” কত সালের প্রাকৃতিক দুর্যোগের সাথে জড়িত– ১৯৯১ সালের
• বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয়– ১ জানুয়ারি, ২০০২ সালে
• বাংলাদেশের মোট বাণিজ্যিক জ্বালানির কত শতাংশ প্রাকৃতিক গ্যাস পূরণ করে — ৭৩%
• প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনার কোনটির প্রয়োজন বেশি– সাড়াদান
• দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয় — সাড়াদান
• কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়– পুনর্বাসন পর্যায়ে
• বাংলাদেশের দুর্যোগ এর অন্যতম কারণ কি– ভৌগোলিক অবস্থান
• হিমবাহ কোন প্রাকৃতিক পরিবেশে দেখা যায়–পর্বতে
• প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে — দোয়াব
• ব্রহ্মপুত্র নদী হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে- কৈলাস
• মেরু অঞ্চলের বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে — ৪০%
• বরেন্দ্রভূমির আয়তন কত– প্রায় ৯৩২০ বর্গ কিলোমিটার
• লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত? -২১ মিটার।
• লালমাই পাহাড়ের আয়তন কত? -৩৪ বর্গ কিমি.।
• বাপা কি– বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠন
• কোন সংস্থাটি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য বিশ্বব্যাপী কাজ করে– International Union for Conservation of Nature (IUCN).
• বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে– ক্রান্তীয় অঞ্চলে
• দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের ধাপ কয়টি – ৬ টি
• নদী ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় — সিরাজগঞ্জ ও চাঁদপুর
• বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে– রাশিয়া
• বাংলাদেশের সারা বছর নাব্য নদী পথের দৈর্ঘ্য কত– ৫২০০ কিলোমিটার
• বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর –নারায়ণগঞ্জ
• আড়িয়াল বিল কোথায়– মুন্সীগঞ্জে

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply