If you don’t set goals, you can’t regret not reaching them.

— Yogi Berra

চাকরির প্রস্তুতি

১। UNESCO কবে সুন্দরবনকে বিশ্বঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
ক) ৬ ডিসেম্বর, ১৯৯৭
খ) ৬ ডিসেম্বর, ১৯৯৯
গ) ৭ ডিসেম্বর, ১৯৯৭
ঘ) ৯ ডিসেম্বর, ১৯৯৯
২। ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচী’ চালু হয় কত সালে?
ক) ১৯৯০ সালে খ) ১৯৯১ সালে
গ) ১৯৯৩ সালে ঘ) ১৯৯৯ সালে
৩। বাংলাদেশ কোথায় সাবমেরিনের ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়?
ক) কক্সবাজার খ) চট্টগ্রাম
গ) খুলনা ঘ) পটুয়াখালী
৪। ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৩৫ সালে খ) ১৯৪৮ সালে
গ) ১৯৩৭ সালে ঘ) ১৯৩১ সালে
৫। বাংলাদেশ তথা পৃথিবীর বৃহত্তম ‘টাইডাল’ বনভূমি কোনটি?
ক) পাহাড়ি বনাঞ্চল খ) চকোরিয়া বনাঞ্চল
গ) কক্সবাজার বনাঞ্চল ঘ) সুন্দরবন বনাঞ্চল
৬। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাÑ
ক) খাগড়া ভেলী খ) তেঙ্গী ভেলী
গ) জাবরী ভেলী ঘ) ম্যারিস্যা বেলী
৭। পদ্মা নদী বাংলাদেশে প্রবেশের পর কোন স্থানে যমুনার সঙ্গে মিলিত হয়েছে?
ক) চাঁদপুর খ) গোয়ালন্দ
গ) ভৈরব ঘ) নারায়ণগঞ্জ
৮। বাংলাদেশে স্থানীয় শাসন আইন কবে জারি করা হয়?
ক) ১৯৭২ খ) ১৯৭৬
গ) ১৯৮২ ঘ) ১৯৮৬
৯। বাংলাদেশে সর্বপ্রথম রাবার চাষ শুরু হয় কত সালে?
ক) ১৯৬৫ সালে খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৭ সালে ঘ) ১৯৬৮ সালে
১০। নদী গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট কত সালে ঢাকা থেকে ফরিদপুরে স্থানান্তরিত করা হয়?
ক) ১৯৭৭ সালে খ) ১৯৭৯ সালে
গ) ১৯৮০ সালে গ) ১৯৮৮ সালে
১১। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৭৪ সালে
১২। ‘জাতীয় রাজনীতি : ১৯৪৫ থেকে ৭৫’ গ্রন্থটির রচয়িতা কে?
ক) আবুল মনসুর আহমদ
খ) অলি আহাদ
গ) আবদুল গাফফার চৌধুরী
ঘ) মুনতাসীর মামুন
১৩। ১৯৭১ সালের কত তারিখে ‘স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নামে ঘোষণা হয়?
ক) ২৬ মার্চ খ) ১০ এপ্রিল
গ) ১৭ এপ্রিল ঘ) ১৬ ডিসেম্বর
১৪। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক কে?
ক) লর্ড রিপন খ) ওয়োরেন হেস্টিংস
গ) লর্ড কর্ণওয়ালিস ঘ) লর্ড বেন্টিঙ্ক
১৫। দেশের প্রথম আবিষ্কৃত সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?
ক) কুতুবদিয়া খ) সাঙ্গু
গ) সেমুতাং ঘ) হালদা
১৬। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত?
ক) মনিপুর খ) অরুণাচল
গ) নাগাল্যান্ড ঘ) সবগুলো
১৭। বর্তমান ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর প্রাচীনকালের কোন জনপদের অধীনে ছিল?
ক) বঙ্গ খ) গৌড়
গ) রাঢ় ঘ) হরিকেল
১৮। মহাস্থানগড় এক সময় রাজধানী ছিল, তখন তার নাম ছিলÑ
ক) মহাস্থানগড় খ) কর্ণসুবর্ণ
গ) পুন্ড্রনগর ঘ) রামাবর্তী
॥ উত্তর ॥
১. ক ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply