n the end, it’s not the years in your life that count. It’s the life in your years

— Abraham Lincoln

কেন মাঝে মাঝে তোর সাথে, চেনা রাস্তা বা ঘুর পথে

Shaone Ba Bhadore | Rupam Islam | With Lyrics

কেন মাঝে মাঝে তোর সাথে,
চেনা রাস্তা বা ঘুর পথে,
শুধু লুকিয়ে পড়তে চাই,
আধো-আধো অধরা আলোতে |
কেন এঁকে ফেলি নিজেকে,
ফের ঢেকে ফেলি নিজেকে,
হয়তো নিয়ম এটাই,
কিছু কিছু বেসে যাওয়া ভালোতে |

বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে,
তাতে কি আসে যায় আসলে |
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে |
দেয়া কোনো নাম ধরে,
তোকে ঢাকবো চাদরে |

জানি, না জানি, কি জানি,
কতটা ওদিকে ওঠে, মন কেমন |
শুধু জানি, অভিমানী, এক কাহিনী,
তিলে তিলে বেড়ে ওঠা খুব গোপন |

বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে,
তাতে কি আসে যায় আসলে |
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে |
দেয়া কোনো নাম ধরে,
তোকে ঢাকবো চাদরে ||

আমি, অনামী, বেনামী,
চিঠিতে, মাটিতে, লিখে রাখি, যত গান |
আসে, বারোমাসে, উপহাসে,
দিনেরা রাতে ও ভোরে চলে অভিধান |

বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে,
তাতে কি আসে যায় আসলে |
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে |
দেয়া কোনো নাম ধরে,
তোকে ঢাকবো চাদরে |

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply