When you reach the end of your rope, tie a knot in it and hang on

— Franklin D. Roosevelt

এ মায়া প্রপঞ্চময়

এ মায়া প্রপঞ্চময়
E maya Proponchomoy
ছায়াছবি: সাড়ে চুয়াত্তর (১৯৫৩)
কথা: শৈলেন রায়
সুর: কালিপদ সেন
কণ্ঠ: ধনঞ্জয় ভট্টাচার্য
[এ মায়া প্রপঞ্চময়]-২
ভব রঙ্গমঞ্চ মাঝে,
রঙের নট নটবর হরি
যারে যা সাজান সে তাই সাজে
[এ মায়া প্রপঞ্চময়]-২
মাতৃসাজে সেজেছিস মা
করিতে স্নেহের অভিনয়,
কর্মক্ষেত্রে কর্মসূত্রে
আমি তোর সেজেছি তনয়।
এই নাটকের এই অঙ্কে
স্থান পেয়েছি মা তোর অঙ্কে
হয়ত পর অঙ্কে,
পর অঙ্কে পুত্র সেজে
[এ মায়া প্রপঞ্চময়]-২
কর্মক্ষেত্রে জীবমাত্রে
মায়াসূত্রে সবাই গাঁথা
কেহ পুত্র,কেহ মিত্র,
কেহ ভার্যা,কেহ ভ্রাতা
কেউ সেজে এসেছেন পিতা
কেহ স্নেহময়ী মাতা
কত রঙের অভিনেতা
আছেন কত সাজে সেজে
[এ মায়া প্রপঞ্চময়]-২
ভব রঙ্গমঞ্চ মাঝে,
রঙের নট নটবর হরি
যারে যা সাজান সে তাই সাজে
[এ মায়া প্রপঞ্চময়]-২
[যার যখন হতেছে সাঙ্গ
এ রঙ্গভূমির অভিনয়
কাকস্য পরিবেদনা
তখন সে আর কারো নয়]-২
[কোথা রয় প্রেয়সীর প্রণয়
পুত্র কন্যার কাতর বিনয়]-২
শোনেনা সে কারো অনুনয়
চলে যায় সাজশয্যা ত্যাজ্যে
[এ মায়া প্রপঞ্চময়]-২
না হইলে কর্মশেষ
কত যাব মা কত আসব
সঙ সেজে সংসার মাঝে
কত হাসব কত কাঁদব
ভূষণ বলে যবে আসব
মায়ামোহ তবে নাশব
মহাযোগে তবে বসব
মিশব হরির পদরজে
[এ মায়া প্রপঞ্চময়]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply