You know you’re in love when you can’t fall asleep because reality is finally better than your dreams.

— Dr. Seuss

আমার সুহাসিনী

যখন আমি ভেবেছিলাম এই স্বাথপর পৃথিবীতে, আমি বড় একা…
যখন আমি দেখলাম, প্রয়োজন শেষ হলে সব সম্পর্ক ধোঁকা..
যখন আমার মনে হাজারো কথা জমতে জমতে, আমি হয়ে গেছিলাম পাথর..
তখন তুমি এসেছিলে, তোমার হাসির ছোঁয়াতে, ফিরিয়ে দিলে বেঁচে থাকার সেই পুরোনো ইচ্ছাটা..
এখন বলতে ইচ্ছে করে, “হ্যা আমি বাঁচতে চাই, তোমার কবিতার ছন্দে, তোমার গানের আনন্দে”..
রোজ মুগ্ধ হয়ে দেখতে চাই, তোমার সেই নৃত্য..
মনের সব কষ্ট ধুয়ে দিতে চাই, তোমার ঝুমুরে শব্দে..
খুব মন খারাপ হয়, জানো সত্যি বলছিঃ “খুব কষ্ট হয়, যখন দেখতে পাই, সৃষ্টিকর্তার এই অদ্ভূত সৃষ্টিটাও কাঁদে”..
তখন ইচ্ছে হয়, ” পৃথিবীর সব সুখ এনে দেই তাকে, হয় যেনো সুখের বৃষ্টি তার জীবনে..
যখন শত চেষ্টার পর সে হাসে, তখন মনটা আনন্দে নেচে উঠে..
তবে নিরবে কষ্ট পাই, কারণ আমি জানি: সে এখনো কাঁদছে, চোখের জলে ভেজাচ্ছে তার বালিসটা..
তখন নিরবে বসে থাকি, তার messenger এক কোনে..
তখন গুরুপে করি পোস্ট, তার সাথে একটু ঝগরা কারা আশায়..
সেই মুহুর্তে ঝগড়ুটে সেই মেয়েটা comment করে..
তখন প্রবল ইচ্ছা জাগে, তার সাথে ঝগরা করতে, তাকে তার অতিতটা ভুলিয়ে দিতে..এই ভাবে কাটতে থাকে দিন, চলতে থাকে সময়, বাড়তেই থাকে জমিয়ে রাখা সৃতি..
জানি সে আমার জীবনের দূর আকাশে ধ্রব তাঁরা..
তার সাথে কখনো এক সাথে পথ চলা হবে না, হবে না কখনো পাশাপাশি বসে গল্প করা..
তবু্ও রোজ রাতে বিছানার এক কোনে বসে, messenger গল্প একজন সঙ্গী হতে চাই..
হতে চাই তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়..
রয়ে জেতে চাই তার সারা জীবনের মিষ্টি হাসির কোনে..
থাকতে চাই তার ঝগড়ার প্রতিদন্দি হয়ে..
এতখন কবিতাটা শুনলেন, “যে মিষ্টি বিদুষী নারী”
সে আমার প্রিয় বন্ধু ♥💚সুহাসিনী💚♥
@অনাসক্ত আমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply